আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার (৩০ আগস্ট) গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
এসময় দলের সভাপতি নুরুল হক নুরসহ অন্য নেতাকর্মীদের ওপর গতকালকের হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন রাশেদ।
তিনি বলেন, উপদেষ্টাদের মিথ্যা আশ্বাস না দিয়ে হামলার ঘটনায় আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে।
হামলাকারীরাদের চিহ্নিত করে দ্রুত বাহিনী থেকে চাকরিচ্যুত করতে হবে।
সেনাবাহিনীর বিবৃতির প্রসঙ্গে রাশেদ খান বলেন, আমরা মব সৃষ্টি করে জাতীয় পার্টির অফিসে যাইনি। বরং নিজেদের অফিসের সামনেই সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম।
এই হামলার বিচার না করলে জনগণ সরকারের বিচার করবে মন্তব্য করে তিনি বলেন, এতদিন কোনো সংস্কার হয়নি শুধু উপদেষ্টাদের পকেট ভারি হয়েছে। আরেকটা ১/১১ ঘটিয়ে নির্বাচন বানচালের চক্রান্ত চলছে বলেও জানান তিনি। রাশেদ বলেন, তবে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন আয়োজন করতে হবে।
সরকার শুধুমাত্র ৩টা দলকেই গুরত্ব দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আগামীকালকে জাতীয় সংলাপের আয়োজন করতে হবে। নতুবা যমুনা ঘেরাও করা হবে।
এফপি/ টিকে