গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নুরকে নিয়ে সামাজিক মাধ্যম বেশ সরগরম।
শুক্রবার (২৯ আগস্ট) তার আহত হওয়ার ঘটনায় নেটিজেনরা নিজেদের মন্তব্য প্রকাশ করছেন। এ তালিকায় আছেন জনপ্রিয় গীতিকার, সুরকার প্রিন্স মাহমুদ।
নুরকে নিয়ে বছর কয়েক আগে একটি পোস্ট দিয়েছিলেন প্রিন্স মাহমুদ। ওই পোস্টের একটি স্ক্রিনশট নিজের ফেসবুকে ফের প্রকাশ করেছেন তিনি।
আজ শনিবার (৩০ আগস্ট) সকালে পোস্ট করা প্রিন্স মাহমুদের ওই স্ক্রিনশটে লেখা, নুর যেন একান্নবর্তী পরিবারের সেই ছোট ছেলেটি যে মাইরও খায়, আদরও পায়, আবার মাংসের বড় টুকরাগুলিও পায়।
মন্তব্যের ঘরে এক নেটিজেনরা নিজেদের মত প্রকাশ করেছেন। একজন লিখেছেন, নূরের মাইর খাওয়া এবং দেওয়াও একটা ডিপ পলিটিক্স।
প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হন নুর। এরপর রক্তাক্ত অবস্থায় নুরকে তার নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।
পিএ/টিকে