সেনাবাহিনী আমাদের আগুনের হাত থেকে বাঁচিয়েছে : জাপা মহাসচিব

জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘গতকাল (শুক্রবার) মশাল মিছিলের নামে বেশ কয়েকজন জাতীয় পার্টির অফিসে আগুন দিতে এসেছিল। সেনাবাহিনী আমাদের আগুনের হাত থেকে বাঁচিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’

আজ শনিবার (৩০ আগস্ট) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শামীম হায়দার বলেন, ‘মশাল মিছিল যাওয়ার পথে আমাদের ওপর ঢিল ছোড়া হয়। এতে অন্তত ৩০ জন কর্মী আহত হন। যদি স্পর্শকাতর স্থানে ঢিল লাগত তবে মৃত্যুও ঘটতে পারত। যখন মিছিল আসে, তখন আমাদের অফিসে নারীসহ অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সেনাসদস্যরা আমাদের ভেতরে অবস্থান করতে বলেন। বাইরে থেকেই আমরা শুনতে পাই, মিছিলকারীরা সেনা ও পুলিশের ওপর হামলা চালাচ্ছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে।’

তিনি বলেন, ‘ছয়টি জেলায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। রাষ্ট্র ও সরকার যদি জনগণের নিরাপত্তা দিতে না পারে; তবে রাষ্ট্র নাই, সরকার নাই। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

নুর আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে শামীম হায়দার বলেন, ‘আমরা চাই তিনি দ্রুত আরোগ্য লাভ করুন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে দেখতে যাব।’

জাতীয় পার্টি নির্বাচনে যেতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, ‘মবতন্ত্র, গালিতন্ত্র, আগুন নিয়ে খেলা -এসব রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি। এ ধরনের মব কঠোর হাতে দমন করা উচিত।

তফসিল ঘোষণার তিন মাস আগে একটি দলের অফিসের সামনে অগ্নিসংযোগের চেষ্টা নির্বাচনের পরিবেশের লক্ষণ নয়। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত, কিন্তু মবতন্ত্র সুষ্ঠু নির্বাচনের ইঙ্গিত নয়। সরকার ভোট সঠিকভাবে করতে পারবে কি না, সে ব্যাপারে অনেকেই সন্দিহান; আমরাও একইভাবে সন্দিহান।’

জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে শামীম হায়দার বলেন, জাতীয় পার্টিকে বাদ দেয়ার পরিকল্পনা মানে নির্বাচন বাতিলের পরিকল্পনা। যারা চায় জাতীয় পার্টি নির্বাচনে না যাক, তারা সবাই মিলে জাতীয় পার্টির সমকক্ষ হতে পারেনি।

দলের চেয়ারম্যান জি এম কাদেরের প্রতি আস্থা জানিয়ে তিনি আরও বলেন, লাঙ্গল জি এম কাদেরের ছিল, থাকবে। তিনি যা করেছেন সব গঠনতন্ত্র মেনেই করেছেন। জাতীয় পার্টি কোনো দেশের দালালি করে না, বাংলাদেশের দালালি করে।

অতিরিক্ত শক্তি প্রয়োগের নিন্দা জানিয়ে শামীম হায়দার বলেন, চেয়ারম্যান নিজের বাড়ি রক্ষা করেছেন, কাউকে মারার নির্দেশ দেননি। তবে ঘটনাস্থলে যে অতিরিক্ত বলপ্রয়োগ হয়েছে তার নিন্দা জানাই এবং তদন্ত দাবি করছি।

 পিএ/টিকে 

Share this news on:

সর্বশেষ

img

শামসুজ্জামান দুদু

নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ Aug 31, 2025
img
চীন থেকে উন্নত প্রযুক্তি নিতে আগ্রহী পাকিস্তান Aug 31, 2025
img
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৯০ Aug 31, 2025
img
নাশকতার মামলায় মির্জা ফখরুলসহ বিএনপির ৬৫ জনকে অব্যাহতি Aug 31, 2025
img
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি Aug 31, 2025
img
অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ : সানাউল্লাহ Aug 31, 2025
img
মুক্তি পেল সাবরিনা কারপেন্টারের সাহসি প্রচ্ছদে নতুন অ্যালবাম ‘ম্যান’স বেস্ট ফ্রেন্ড’ Aug 31, 2025
img
বাংলাদেশ হচ্ছে এক্সিডেন্টের ডিপো : স্বাস্থ্য উপদেষ্টা Aug 31, 2025
‘সালমান শাহ আমাদের সবার স্বপ্নে'র নায়ক’ Aug 31, 2025
হাসিনা চলে গেছে কিন্তু স্ট্রাকচার একই রয়ে গেছে’ Aug 31, 2025
ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রাশিয়া-চীন সম্পর্ক Aug 31, 2025
img
সুস্থ হয়ে হামলার ঘটনায় মামলা করবে নুর : রাশেদ খান Aug 31, 2025
ব্যস্ততম বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দর পিছিয়ে পড়লো Aug 31, 2025
img
ভূমিসেবা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা অপরিহার্য : সিনিয়র সচিব Aug 31, 2025
img
তিন সন্তানের মা হতে চান জাহ্নবী কাপুর Aug 31, 2025
পরম সুন্দরী’ মুক্তির প্রথম দিনেই সাফল্য, বক্স অফিসে ১০ কোটি রুপি আয়!| Aug 31, 2025
পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে যা বললেন দুদু Aug 31, 2025
মানুষ কেনা বেঁচার হাট যেখানে! Aug 31, 2025
নুরুল হকের খোঁজ নিয়েছেন বেগম খালেদা জিয়া Aug 31, 2025
জাকসুর নারী প্রার্থীরাও সাইবার বুলিংয়ের শিকার Aug 31, 2025