নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক হত্যা মামলার আসামি ইউসুফ মোল্লা ওরফে হাতিয়ার স্বপন (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (৩০ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নিমাইকাশারী বাগমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইউসুফ নিমাইকাশারী বাগমারা এলাকার মৃত কুদ্দুস মোল্লার ছেলে। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
স্থানীয়দের অভিযোগ, ইউসুফ মোল্লা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ নিমাইকাশারী বাগমারার অন্যতম শীর্ষ মাদক কারবারি হিসেবে এলাকায় পরিচিত। শেখ হাসিনার নেতৃত্বাধীন পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপকর্মে যুক্ত ছিলেন। বিশেষ করে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ইউসুফ মোল্লার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে।
এর মধ্যে চারটি বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের হত্যাচেষ্টা ও হত্যা মামলা এবং ছয়টি মাদকের মামলা।
পিএ/টিকে