গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৩০ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে এসে এ মন্তব্য করেন তিনি।
ডা. জাহিদ বলেন, একজন জাতীয় রাজনৈতিক নেতার ওপর যে হামলা হয়েছে তা প্রতিহিংসামূলক। ৫ আগস্টের পর প্রশাসনে যারা ঘাপটি মেরে বসে আছে তারাই এ কাজ করেছে। এ সময়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নুরুল হক নূরের শারীরিক খোঁজ রাখছেন বলেও জানান তিনি।
সেইসাথে, এ ঘটনায় যারা অসুস্থ হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার দাবিও জানান অন্তর্বর্তী সরকারের কাছে।
ইউটি/টিএ