দক্ষিণী তারকা চিরঞ্জীবীর ভক্তদের জন্য অবিশ্বাস্য এক কাহিনী সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নিজের প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করার জন্য অন্ধ্রপ্রদেশের রাজেশ্বরী তিনশো কিলোমিটার সাইকেল চালিয়ে হাজির হন হায়দরাবাদের তারকার বাড়ির সামনে। ভক্তের এই অনবদ্য প্রচেষ্টা তারকা চিরঞ্জীবীর নজর এড়ায়নি।
রাজেশ্বরী শারীরিক ক্লান্তি উপেক্ষা করে সাইকেল চালিয়ে পৌঁছালেও চিরঞ্জীবী একটুও সময় নষ্ট করেননি। তিনি একান্তে সাক্ষাতের সুযোগ দিয়েছেন।
সাক্ষাতের মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় তারকার সঙ্গে শুধু দেখা নয়, কথা বলার এবং গল্প করার সুযোগও পান তিনি।
সাক্ষাতের পর চিরঞ্জীবী রাজেশ্বরীকে রাখি পরান এবং তার জন্য একটি সুন্দর শাড়ি উপহার দেন। এছাড়াও সেই নারীর ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্বও নিজের হাতে নেন অভিনেতা।
অভিনেতার এই দৃষ্টান্তে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা মুগ্ধ। তারা সকলেই অভিনেতার উদার মনের প্রশংসা করেছেন একইসঙ্গে রাজেশ্বরীকেও কুর্নিশ জানিয়েছেন।
ইউটি/টিএ