ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ রুবেন আমোরিমের পরিকল্পনায় ছিলেন না আলেহান্দ্রো গারনাচো। গত মৌসুমে ইউরোপা লিগের ফাইনালে গেম টাইম না পাওয়ার পর প্রকাশ্যেই কোচের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে নিজের পায়ে কুড়াল মেরেছিলেন এই আর্জেন্টাইন। দলে জায়গা হারানো গারনাচোর ক্লাব ছাড়া তাই সময়ের ব্যাপার ছিল। অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন ২১ বছর বয়সী এই উইঙ্গার।
গারনাচোকে দলে পেতে চায় ক্লাব বিশ্বকাপজয়ী চেলসি এমন গুঞ্জন গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে গুঞ্জন সত্যি হলো, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এই আর্জেন্টাইন উইঙ্গারকে দলে ভিড়িয়েছে চেলসি। শনিবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
ইএসপিএন জানিয়েছে, ২১ বছর বয়সী গারনাচোকে ৪০ মিলিয়ন পাউন্ডের (প্রায় ৬৫৫ কোটি টাকা) ট্রান্সফার ফি'র বিনিময়ে দলে নিয়েছে চেলসি। এই উইঙ্গারের সঙ্গে ৭ বছরের জন্য চুক্তি করেছে ক্লাব বিশ্বকাপজয়ীরা।
সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড বা চেলসির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগেই গারনাচো গতরাতে স্টামফোর্ড ব্রিজে ফুলহ্যামের বিপক্ষে চেলসির ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন। সেই ম্যাচে পশ্চিম লন্ডনের দলটি ২-০ গোলে জেতে।
পরে রাতেই চেলসি নিশ্চিত করে যে, গারনাচো ২০৩২ সাল পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
চেলসিতে যোগ দিয়ে গারনাচো বলেন, 'আমার পরিবারের জন্য এবং আমার জন্য এটি এক অবিশ্বাস্য মুহূর্ত, এই মহান ক্লাবে যোগ দেওয়া। আমি শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমি ক্লাব বিশ্বকাপ দেখেছি, আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলে যোগ দেওয়া বিশেষ কিছু আমরা বিশ্বের সেরা দল! এখানে আসতে পেরে দারুণ লাগছে এবং আমি খুবই খুশি।'
গত মে মাসে টটেনহ্যামের বিপক্ষে ইউরোপা লিগ ফাইনালে বেঞ্চে বসিয়ে রাখার পর থেকে গারনাচো প্রকাশ্যে আমোরিমের সমালোচনা করেছিলেন। এরপর থেকে ভবিষ্যৎ নির্ধারণের অপেক্ষায় তিনি ক্যারিংটনে মূল দলের বাইরে অনুশীলন করছিলেন।
আর্জেন্টিনার এই আন্তর্জাতিক তারকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৯৩ ম্যাচে ১৬টি গোল করেছেন এবং তিনি এখন স্টামফোর্ড ব্রিজে এনজো মারেস্কার ফরোয়ার্ড লাইনে যোগ দিচ্ছেন।
এসএস/টিকে