বিতর্ক যেন ভোজপুরি তারকা পবন সিংহের পিছু ছাড়ছে না। এবার এক অনুষ্ঠানে সহ অভিনেত্রী অঞ্জলি রাঘবের সঙ্গে তার আচরণ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি লখনউতে নতুন গান 'সাইয়া সেবা করে'-র প্রচারে গিয়ে এক মঞ্চে দাঁড়িয়েছিলেন পবন ও অঞ্জলি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মাইকে কথা বলার সময় আচমকাই অভিনেত্রীর খোলা পেটে হাত দেন পবন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা।
ভিডিওতে দেখা যায়, প্রথমে পবন ইশারায় অঞ্জলিকে কিছু বোঝানোর চেষ্টা করেন কিন্তু অঞ্জলি তা উপেক্ষা করেন। এরপরেই সরাসরি তার পেটে হাত দিয়ে বসেন পবন। যদিও সেই মুহূর্তে মঞ্চে অঞ্জলি কোনো প্রতিবাদ করেননি, বরং হাসিমুখে বিষয়টি এড়িয়ে যান।
তবে পরবর্তীতে তিনি ভিডিও বার্তার মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দেন এবং এই ঘটনার পর অভিনয় ছাড়ারও ঘোষণা দিয়েছেন। পবন অবশ্য নিজের কাজের পক্ষে অদ্ভুত এক যুক্তি দিয়েছেন।
তার দাবি, অঞ্জলির পেটে নাকি মাছি বসেছিল, আর তিনি সেই মাছি তাড়ানোর জন্যেই স্পর্শ করেন।
কিন্তু অঞ্জলি ভিডিওতে বলেন, ‘অনেকেই আমাকে ভুল বুঝছেন। গত দুই দিন ধরে আমি মানসিকভাবে বিপর্যস্ত। মানুষ প্রতিনিয়ত আমাকে কুরুচিপূর্ণ বার্তা পাঠাচ্ছে। প্রকাশ্যে কেউ আপনাকে অশ্লীলভাবে স্পর্শ করলে কি আপনি খুশি হবেন? মজা পাবেন?’
অঞ্জলির দাবি, তার দল নিশ্চিত করেছে যে সেদিন তার পেটে কিছুই বসেনি। এটি সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এ ঘটনার পর থেকেই নেটিজেনরা পবনের এই আচরণকে 'অশালীন' ও 'অসংবেদনশীল' বলে নিন্দা করছেন। পবনের বিতর্কিত কাজের তালিকা আরও দীর্ঘ হলো।
এমকে/টিএ