সিরাজগঞ্জের বেলকুচিতে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা খাদ্যবান্ধব কর্মসূচির ১১ হাজার ৩৩০ কেজি সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চালসহ একজন ডিলার ও ইব্রাহিম মন্ডল (২৬) নামের আরেকজনকে আটক করা হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান জানান, রোববার (৩১ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী নিয়ে উপজেলার গাড়ামাসী বাশঁতলা ও আরেকটি এলাকায় পৃথক গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
এসময় পৃথক অভিযানে ১১ হাজার ৩৩০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। এসময় একজন ডিলারসহ দুইজনকে আটক করা হয়।
আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কেএন/টিকে