রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের ইন্টারসেকশনগুলোতে প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হয়েছে। প্রথম ধাপে রোববার (৩১ আগস্ট) সকাল থেকে ৭টি ইন্টারসেকশনে এ ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি পরিকল্পনা ও পরামর্শে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। এতে অর্থায়ন করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশ সদস্যদের এ বিষয়ে ইতোমধ্যে বিশেষ প্রশিক্ষণও দিয়েছে বুয়েট।
ডিটিসিএর দায়িত্বশীল সূত্রে জানা গেছে, হাইকোর্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত মোট ২২টি ইন্টারসেকশনে এই সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেইট এলাকায় পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। দুই সপ্তাহব্যাপী এ পাইলট কার্যক্রমের শেষে ধাপে বাকি ১৫টি ইন্টারসেকশনে ব্যবস্থা চালু করা হবে।
পাইলট কার্যক্রম চলাকালে চালক ও পথচারীদের সচেতন করতে লিফলেট বিতরণ এবং টেলিভিশনে প্রচারণা চালানো হবে। পাশাপাশি সবার প্রতি ট্রাফিক আইন ও সংকেত মেনে চলার আহ্বান জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
এমকে/টিএ