উত্তরার রানাভোলা এলাকায় অবস্থিত আবাসিক প্রকল্প মোজাফফর গার্ডেন সিটি ওনার্স এসোসিয়েশনের ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত চলা নির্বাচনে ১৩৯ জন ভোটারের মধ্যে ১১৯ জন অনলাইন ও অফলাইনে ভোট প্রদান করেন। নির্বাচনের ফলাফল একই রাতে ঘোষণা করা হয়।
এতে নবনির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সরোয়ার কামাল (লেলিন)। সহ-সভাপতি পদে আছেন মোহাম্মদ মিজানুর রহমান ও মুস্তফা কোহিনুর আখতার। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন এ এম এম আসাদুজ্জামান প্রামানিক (আসাদ)। এছাড়া অন্যান্য পদে যথাক্রমে দায়িত্বগ্রহণ করেছেন শহিদুল আলম খান, মো. ওবায়েদ উল্লাহ, তৌফিক আহমেদ, ডা. মো. জাকির হোসেন খন্দকার, মো. রশিদ-ই-মাহবুব রাসেল, শাহ মো. শাহরিয়ার কামাল, খলিলুর রহমান, এস এম শামীম আহসান, আব্দুল আজিজ ও ফারজানা ফাতেমা। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহেল কবির, মো. শাখাওয়াত হোসেন তালুকদার ও মনিরুজ্জামান মানিক।
প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ মহসীন জানিয়েছেন, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ এবং সবার আন্তরিক সহযোগিতায় নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।
মোজাফফর গার্ডেন সিটির বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর কমিউনিটির উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এফপি/ টিকে