ফরহাদের প্রার্থীতা নিয়ে রিট করা ফাহমিদা নীরব ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে, ৩০ জুলাই শেয়ার করেছিলেন 'মেট্রোরেলের ভাঙ্গা কাঁচের' ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতা বৈধতা নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ করা বিএম ফাহমিদা আলম গত বছরের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের সময় নীরব ভূমিকা পালন করেছিলেন। এমনকি তিনি ৩০ জুলাই 'মেট্রোরেলের ভাঙ্গা কাঁচের' ছবিও তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছিলেন। 

এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি। তাঁর প্রার্থীতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ডাকসু নির্বাচনে বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১- অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী। 

তার ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায় তিনি জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে আন্দোলন নিয়ে কোন পোস্ট বা কোন কিছু লেখেননি। শুধু ৩০ জুন তিনি একটি পোস্ট শেয়ার করেছিলেন৷ সেখানেও তিনি ভাঙ্গা কাঁচের ছবি শেয়ার করেছিলেন। অনেকে বলছেন, স্বৈরাচারী হাসিনা যেমন মেট্রোরেল নিয়ে মায়াকান্না করেছিল তেমনি তিনিও মেট্রোরেলের ভাঙ্গা কাঁচের ছবি শেয়ার করে মানুষের বদলে মেট্রোরেল নিয়ে মায়াকান্না করেছে। 

ফাহমিদা আলমের সঙ্গে পরিচয় আছে এমন কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় তিনি জুলাই গণঅভ্যুত্থানের পুরোটা সময় নীরব ছিলেন। ফেসবুকে যেমন নীরব ছিলেন, তেমনি তিনি কোন আন্দোলনেও সেসময় অংশগ্রহণ করেননি। 

তার ফেসবুক প্রোফাইলে ৮ আগস্টের একটি পোস্ট পাওয়া যায়। সেখানে তিনি লিখেন, 'কোনো টিভি চ্যানেল আমাদের "ন্যাশনাল হিরো"-দের প্রশ্ন করেন-তাদের প্রিয় লেখক কারা? পার্টিকুলারলি, অভিজিৎ রায় এবং হুমায়ুন আজাদ সম্পর্কে তাদের অভিমত কী'।

এদিকে ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার দিনই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যনার চারুকলা অনুষদে যখন ভেঙে ফেলা হয় এবং প্রার্থীদের ছবি বিশেষ করে নারী প্রার্থীদের ছবি বিকৃত করা হয় তখনি তিনি কোন প্রতিবাদ করেননি। বরং ব্যানার ভেঙ্গে ফেলা ও ছবি বিকৃত করাতে উল্লাস করেছেন। সেসময়ে তার ফেসবুক প্রোফাইলে তিনি এবিষয়ে দুটি পোস্ট করেন। একটিতে তিনি লিখেন, 'চারুকলায় হবেনা মৌলবাদের ঠিকানা।' আরেকটিতে তিনি লিখেন, 'চারুকলা সেরা।'

এদিকে ফাহমিদা আলমের এমন ফেসবুক পোস্টগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। আহনাফ তাহমীদ নামে একজন লিখেছেন, 'ডাকসুর আরেক লড়াকু নেত্রী বিএম ফাহমিদা। যিনি মুক্তিযোদ্ধা ও গণআন্দোলন পদে লড়াই করবেন। তিনি গতবছর জুলাইয়ে যখন আমার ভাই বোন রাস্তায় মইরা যাইতেছিল, তখন মেট্রোরেল আর বিটিভির ভাঙ্গা কাঁচের টুকরো প্রোফাইল ফটো দিয়েছিলেন। সরি এভাবে সবার লেঞ্জা ধরে টান দেওয়া ঠিক হচ্ছে কিনা জানিনা। 

কিন্তু ওইযে কথা দিছিলাম সবার মুখোশ ধইরা টান দিব। তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করবে কিন্তু চোখের সামনে জুলাই গণহত্যাকে স্বীকৃতি দিবেনা।' মুনতাসির তামিম নামে একজন লিখেন, 'এই মেয়েটাই ফরহাদ ভাইয়ের বিরুদ্ধে রিট করছে আজকে। নিজে হচ্ছে কট্টর লীগার কিন্তু ট্যাগ দিচ্ছে ফরহাদ ভাইকে।'

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: রেজাউল করীম Sep 03, 2025
img
বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের জন্য মন কাঁদছে শাহরুখের! Sep 03, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচন কোনো চক্রান্ত করে বাধাগ্রস্ত করা যাবে না: খোকন Sep 03, 2025
img
নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় ৭ দফা দাবি চবি শিক্ষার্থীদের Sep 03, 2025
img
২০২৯-এর পরও জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা পেতে ফ্রান্সের সমর্থন চাইলেন উপদেষ্টা Sep 03, 2025
বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকীতে চরফ্যাশনে বর্ণাঢ্য র‌্যালি! Sep 03, 2025
img
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ এক করে গেজেট প্রকাশ Sep 03, 2025
আপনারা কি হাসিনার পথ বেছে নিলেন?’ Sep 03, 2025
"মাদার অর্গানাইজেশনের ভিপি নয়, চাই ক্যাম্পাসের প্রতিনিধি" Sep 03, 2025
মালয়েশিয়ায় ব্যাপক অভিযান, শত শত বাংলাদেশি গ্রেফতার Sep 03, 2025
হুমকিদাতা শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করল ঢাবি কর্তৃপক্ষ Sep 03, 2025
img
নুরের ওপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে : রাশেদ খান Sep 03, 2025
বড় পর্দায় আসছেন তানজিন তিশা, দিলেন সুখবর Sep 03, 2025
দীর্ঘদিন পরে ফের দেখা মিলল তাহসান-মিমের! Sep 03, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গ্রেপ্তার Sep 03, 2025
সুকৌশলে ঘটনার নেতৃত্ব’ সিদ্দিককে রিমান্ডে নিতে মরিয়া পুলিশ Sep 03, 2025
নতুন সাজে দর্শককে মুগ্ধ করলেন নুসরাত! Sep 03, 2025
সব ঠিক থাকলে নির্বাচন করব Sep 03, 2025
এহসান আসলে কী? Sep 03, 2025
img
খালেদা জিয়ার সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ Sep 03, 2025