গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার অতিভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। লাফিয়ে বাড়ছে মৃত্যু।
পরিস্থিতি এতটাই গুরুতর যে, পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে আপ সরকার। দিনরাত এক করে উদ্ধারকার্য চালাচ্ছে আর্মি, নেভি ও বায়ুসেনা। এমতাবস্থায় বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের জন্য মন কাঁদছে শাহরুখ খানের।
পাঞ্জাববাসীদের জন্য মানসিক শক্তি কামনা করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন বলিউড বাদশা। তিনি লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পাঞ্জাবের মানুষদের জন্য আমার মন কাঁদছে। সকলের জন্য প্রার্থনা করছি এবং ঈশ্বরের কাছে শক্তি কামনা করছি। পাঞ্জাবের মনোবল যেন কখনও ভেঙে না পড়ে। ঈশ্বর তাদের সকলের মঙ্গল করুন।’
উল্লেখ্য, বন্যা দুর্গতদের পাশে থাকতে ১০টি গ্রাম দত্তক নিয়েছেন গায়ক-অভিনেতা দিলজিৎ।
খাবার, জল, প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন জরুরি পরিষেবার দায়ভার তার। অন্যদিকে এমি ভির্ক বন্যা কবলিত ২০০টি পরিবারের দায়িত্ব নিয়েছেন। একইসঙ্গে সোনম বাজওয়া তার অনুরাগীদের কাছে আবেদন করেছেন, তারা যেন বন্যাদুর্গতদের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দেন।