কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেটের ইঞ্জিনিয়ারিং কলেজগুলো স্বতন্ত্রভাবে পরিচালনার দাবিকে যাচাই করার জন্য শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কনফারেন্স রুমে সকাল সাড়ে দশটায় সভাটি শুরু হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব ও কমিটির সদস্য সচিব মীর্জা মোহাম্মদ আলী রেজার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা-২-এর প্রাক্তন স্মারক অনুযায়ী। সভার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা পর্যালোচনা করে সুপারিশ প্রণয়ন করা।
এতে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. সাইদুর রহমান, ইউজিসি-এর সদস্য এবং কমিটির সভাপতি। কমিটির অন্যান্য সদস্য হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. এম. রেজওয়ান খান (প্রাক্তন অধ্যাপক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদ (আইপিই বিভাগ, বুয়েট), অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন (উপাচার্য, ডুয়েট) এবং অধ্যাপক ড. মো. বাশির উদ্দিন (ইইই বিভাগ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি)।
এছাড়া সভায় ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতি বিভাগ থেকে একজন ছাত্র ও একজন ছাত্রীর অংশগ্রহণ নিশ্চিত করতেও বলা হয়েছে।
এমকে/টিএ