বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেছেন, আগামী ৯ সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন হতে হবে এবং এ ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ৯ সেপ্টেম্বরই ডাকসু হতে হবে। যারা ডাকসু পেছানোর ষড়যন্ত্রে জড়িত, তাদেরকে শিক্ষার্থীরা ৯ সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে।
ফরহাদ আরও বলেন, ডাকসুকে নিয়ে কিছু গোষ্ঠী নানামুখি ষড়যন্ত্র চালাচ্ছে। ৯ সেপ্টেম্বর ডাকসু হবে, কোনো ষড়যন্ত্র ডাকসুকে পেছাতে পারবে না।
এর আগে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করার ঘোষণা দেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের ওপর শুনানি শেষে আদেশে বলেন, ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে। পরে নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।
এসএন