রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) একটি ন্যায়ভিত্তিক বৈশ্বিক শাসনব্যবস্থা গঠনের প্রধান প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। এ লক্ষ্যে চীনের নেওয়া বিভিন্ন উদ্যোগকে তিনি পূর্ণ সমর্থন জানান।
সোমবার (১ সেপ্টেম্বর) চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত এসসিও সম্মেলনের সম্প্রসারিত অধিবেশনে তিনি এ কথা বলেন।
পুতিন বলেন, সম্মেলনে সদস্য ও অংশীদার দেশগুলোর উচ্চমাত্রার উপস্থিতিই প্রমাণ করে, সংগঠনটির বহুমাত্রিক কার্যক্রমে বিশ্বজুড়ে আসল আগ্রহ ও মনোযোগ রয়েছে।
পুতিন স্মরণ করিয়ে দেন যে, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে এসসিও ইউরেশীয় মহাদেশে শান্তি ও নিরাপত্তা, আস্থা ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে এসেছে।
তিনি বলেন, “আমার বিশ্বাস, বর্তমান পরিস্থিতিতে এসসিও একটি আরও ন্যায্য ও সমতাভিত্তিক বৈশ্বিক শাসনব্যবস্থা গঠনের ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে।”
পুতিন আরও বলেন, “এই ব্যবস্থা আন্তর্জাতিক আইনের শীর্ষ স্থান ও জাতিসংঘ সনদের মূল নীতিগুলোর ওপর ভিত্তি করে গঠিত হওয়া উচিত।” এই প্রসঙ্গে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রস্তাবনাগুলোর প্রতি রাশিয়ার ইতিবাচক মনোভাবের কথাও উল্লেখ করেন।
পুতিনের মতে, এই আলোচনার বিষয়টি এখন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে, কারণ কিছু দেশ এখনো বৈশ্বিক রাজনীতিতে আধিপত্য বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও তিনি এসব দেশের নাম উল্লেখ করেননি।
পুতিন আরও বলেন, এসসিও সদস্য রাষ্ট্রগুলো ঐতিহাসিক ও সভ্যতাগত বৈচিত্র্যের প্রতি বরাবরই পারস্পরিক সম্মান প্রদর্শন করে এসেছে। তিনি জানান, চলতি মাসেই রাশিয়া ‘ইন্টারভিশন’ নামক একটি সংগীত প্রতিযোগিতার আয়োজন করছে, যা ইউরোভিশনের বিকল্প হিসেবে উপস্থাপিত হচ্ছে এবং এতে লাতিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার শিল্পীরা অংশগ্রহণ করবেন।
ইএ/এসএন