হাইকোর্ট তাদের হয়রানি করেছে বলে মন্তব্য করেছেন ডাকসু নির্বাচনের অপরাজেয় ৭১ ও অদম্য ২৪ প্যানেলের এজিএস পদপ্রার্থী অদিতি ইসলাম। তিনি বলেন, রিটটি প্যানেল করেনি। প্যানেলের একজন প্রার্থী করেছে। তবে রিটের গ্রাউন্ড নিয়ে কোনো দ্বিমত নেই।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
অদিতি বলেন, ‘রিটের কোথাও বলা হয়নি ডাকসু নির্বাচন বন্ধ করতে হবে। এবং নির্বাচন বানচালের জন্য রিট করেছি এই অভিযোগও মিথ্যা।’
তিনি বলেন, ‘রিট করা হয়েছে শিবিরের প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে। হাইকোর্ট ফরহাদের প্রার্থিতা বাতিল না, নির্বাচন স্থগিতের অবস্থা তৈরি করেছে।’
রিট করার পর প্যানেলের বিরুদ্ধে মব তৈরি করা হচ্ছে উল্লেখ করে অদিতি বলেন, ‘হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রিটকারীকে ধর্ষণের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেয়া হচ্ছে। কমিশন প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছে না।’
অদিতি আরও বলেন, ‘৯ সেপ্টেম্বরে ভোটের বিষয়ে কোনো হেরফের করা যাবে না। ভোট স্থগিত করা ও স্থগিতের রায় আবার স্থগিত করা; এমন নাটক করা যাবে না।’
এ সময় প্যানেলের জিএস পদপ্রার্থী এনামুল হাসান অনয় বলেন, ‘এ রায় অনভিপ্রেত ও উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন বানচালের পাঁয়তারা। এর পেছনে হীন এজেন্ডা আছে।’
পিএ/এসএন