টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। বাংলাদেশ সময় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে অবসরের ঘোষণা দেন ৩৫ বছর বয়সি এই ফাস্ট বোলার। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্টার্কের অবসর অস্ট্রেলিয়ার জন্য একটি বড় ধাক্কা।
মূলত, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় বলেছেন স্টার্ক।
২০২১ সালে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন স্টার্ক। সেই টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৬৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৯টি উইকেট পেয়েছেন বাঁহাতি এই পেসার। এখন পর্যন্ত জাম্পার পর স্টার্ক-ই টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।
স্টার্ক আগেও অনেকবার বলেছেন, টেস্ট ক্রিকেটকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আগামী নভেম্বরে অ্যাশেজ রয়েছে। তার পাশাপাশি ২০২৬ সালে অস্ট্রেলিয়া প্রচুর টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে। আর সেই চাপ কমাতেই মূলত টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন স্টার্ক।
নিজের অবসর নিয়ে স্টার্ক নিজের বিবৃতিতে বলেন, 'সামনে অ্যাশেজ রয়েছে, এরপর ভারতের মাটিতে টেস্ট সিরিজও খেলব আমরা। এমন অবস্থায় নিজেকে সতেজ ও ফিট রাখতে এটা আমার করা (টি-টোয়েন্টি থেকে অবসর) দরকার ছিল।'
এদিকে অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি স্টার্কের এমন সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। অস্ট্রেলিয়া ক্রিকেট টি-টোয়েন্টিতে স্টার্কের অবদানকে মনে রাখবে।
এসএস/টিকে