অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব কূল হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘ইদানীং ড. মুহাম্মদ ইউনূসের যে কর্মকাণ্ড, কথাবার্তা তার কোনোটারই কোনো ধারাবাহিকতা নেই। তার দীর্ঘদিনের সঙ্গী, সাথি, সাহায্যকারী সেই ছাত্র-জনতা, যারা তাকে নিয়োগ দিয়েছেন, সেই মাস্টারমাইন্ড, সেই হাসনাত, সারজিস, জামায়াতের আমির থেকে শুরু করে যারা আছেন, এখন তাদের সবার মধ্যে কেমন যেন একটা শত যোজন দূরত্ব দেখা দিয়েছে।’
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
গোলাম মাওলা বলেন, ‘এরপর তিনি বন্ধু হিসেবে বিএনপিকে যেভাবে নিয়েছেন, ওটার মধ্যে কোনো বন্ধন তৈরি হচ্ছে না। বিএনপি তাকে পাম্প দিচ্ছে; কিন্তু বিশ্বাস করতে পারছে না। অর্থাৎ বায়ু দিচ্ছে; কিন্তু বিশ্বাস এবং আস্থায় আনতে পারছে না। একইভাবে বিএনপির ওপর ভরসা করে ড. ইউনূস যে ঝুঁকি নেবেন এটাও তিনি ভরসা পাচ্ছেন না।
ফলে এখন তিনি কূলহারা রমণী যে রকম হয়, ঠিক ওই রকম সব কূল হারিয়ে ফেলেছেন।
তিনি বলেন, ‘চীন সফর থেকে এসে সেনাপ্রধান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, এরপর প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। এর মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে তার বৈঠকটি ভীষণ রকম দৃষ্টান্তহীন, নজিরবিহীন। অতীতে এ রকম নজির দেখা যায়নি।
এ ঘটনার পর সারা বাংলাদেশে খবর ছড়িয়ে পড়ে বা গুজব ছড়িয়ে পড়ে যে জরুরি অবস্থা অনিবার্য, জরুরি অবস্থা আসছে, সেনাশাসন আসছে ইত্যাদি। পরবর্তী সময়ে দেখা গেল, গুজবের ব্যাপারে প্রধান উপদেষ্টা যেন চিন্তিত না হন, ভুল না বোঝেন বা তার কর্মশক্তি হারিয়ে না ফেলেন, সে জন্য তাকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন সেনাপ্রধান।’
এমআর/এসএন