অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ যে গ্রুপে, সেখানে সবচেয়ে শক্তিশালী দল স্বাগতিক ভিয়েতনাম। তাদের জাতীয় দলের ফিফা র্যাঙ্কিং ১১৩, বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে। আজ তাদের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই শুরু করেছে ফাহামেদুল ইসলামরা।
শুরুটা ভালো হয়নি লাল সবুজের প্রতিনিধিদের। ২-০ গোলের হার দিয়ে যাত্রা শুরু হয়েছে তাদের। গোল দুটি করেছেন মিডফিল্ডার লে ভিক্টর ও ফরোয়ার্ড গুয়েন এনগোক।
ফু থোর ভিয়েত ত্রি স্টেডিয়ামে আধিপত্য বিস্তার করেছে জিতেছে স্বাগতিক দল, বাংলাদেশকে তেমন সুযোগই দেয়নি। ১০ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা, কিন্তু পোস্টে লেগে বল ফিরে যায়। ৫ মিনিট পর অবশ্য আর হতাশ হতে হয়নি। গুয়েনের গোলে লিড নিয়ে নেয় স্বাগতিক দল।
ম্যাচের দ্বিতীয় গোলটি হয় ৮৩ মিনিটে। লি ডাকের নিচে নামিয়ে দেওয়া বলে গোল করেন ভিক্টর। আগে একবার বাংলাদেশ গোলরক্ষক শ্রাবণ তাকে হতাশ করলেও এ যাত্রায় পারেননি।
এই জয় দিয়ে ভিয়েতনাম ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে। ৩ পয়েন্ট আছে একই দিন সিঙ্গাপুরকে হারানো ইয়েমেনের। এই চার দলের মধ্যে থেকে গ্রুপচ্যাম্পিয়নরা আগামী বছরের অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে খেলবে, সৌদি আরবে যা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। টেবিলের দুইয়ে থাকা দলেরও মূল পর্বে যাওয়ার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে গ্রুপরানার্সআপদের মধ্যে সেরা চারে থাকতে হবে।
৬ সেপ্টেম্বর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের ও ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে।
ইএ/টিকে