আবারও আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে হারল জিম্বাবুয়ে

সিরিজের প্রথম ওয়ানডেতে জিততে জিততে শেষদিকে হোঁচট খেয়ে ৭ রানে হেরেছিল জিম্বাবুয়ে। একই পরিণতি হলো এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও। জয়ের আশা জাগিয়েও তিনোতেন্দা মাপোসার এক বাজে ওভারে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

হারারেতে বুধবার (৩ সেপ্টেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় লঙ্কানরা।

অথচ ১৭তম ওভার শেষেও জয়ের আশা ছিল স্বাগতিকদের। ৬ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ তখন ১৪২ রান। শেষ ১৮ বলে দরকার ৩৪ রান। ক্রিজে জাত ব্যাটার বলতে ছিলেন কেবল কামিন্দু মেন্ডিস। তার সঙ্গী হিসেবে নামেন অভিষিক্ত দুশান হেমন্ত। আর একটি উইকেটের পতন হলেই জয়ের সম্ভাবনা বেড়ে যেত জিম্বাবুয়ের।

কিন্তু ১৮তম ওভারে বল করতে এসে সব নস্যাৎ করে দেন স্বাগতিক দলের পেসার মাপোসা। তার প্রথম বলে বাউন্ডারি হাঁকান কামিন্দু। পরের বলটি তিনি করেন ব্যাটারের কোমরের অনেক উপরে। কাঁধের উপর দিয়ে ফ্লিক করে পেছনে ছক্কা হাঁকান কামিন্দু। আম্পায়ার থেকে আসে নো বলের সংকেতও। তাতে এক বৈধ বলে ১১ রান তুলে নেয় লঙ্কানরা। ওভারে আরও একটি চার ও ছক্কা হজম করেন মাপোসা। সব মিলিয়ে দেন ২৬ রান। এরপর আর কোনো উইকেট না হারিয়ে পরবর্তী ৭ বলে প্রয়োজনীয় ৮ রান তুলে জয় নিশ্চিত করে নেয় লঙ্কানরা। কামিন্দু ১৬ বলে ৪ ছক্কা ও ১ চারের মারে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। হেমন্ত ৯ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন।

রান তাড়ায় নেমে এদিন লঙ্কানদের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার পাথু মনিসাঙ্কা ও কুশল মেন্ডিস। দুজনের জুটিতে ১০ ওভারেই আসে ৯৬ রান। ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৫ রান করে মাপোসার শিকার হন নিসাঙ্কা। তার কিছুক্ষণ পর ৩৫ বলে ৩৮ রানের ইনিংস খেলে বিদায় নেন কুশল। দুজনের বিদায়ের পর রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজার তোপে পরবর্তী ৩৯ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। তবে শেষদিকে কামিন্দু হাল ধরায় বিপদ হয়নি তাদের।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেটের দারুণ ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ ওভারে দুশমন্থ চামিরার বলে বোল্ড আউট হওয়ার আগে ৮১ রানের ইনিংস খেলেন তিনি। ৫৭ বল মোকাবিলায় ১২ চারের মারে সাজানো ছিল তার ইনিংস। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২২ বলে ২৮ রানের ইনিংস খেলেন রাজা। লঙ্কানদের হয়ে ৩০ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন চামিরা।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি একই মাঠে আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ব্যালট পেপার ছাপানোর ঘোষণা দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার Sep 03, 2025
img
পরাজয়ের মাঝেও ম্যাচসেরা বাংলাদেশি গোলরক্ষক Sep 03, 2025
img
তারেক রহমান আগামীর বাংলাদেশের কান্ডারি : ওবায়দুল হক Sep 03, 2025
img
ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ গেল এক বাংলাদেশির Sep 03, 2025
img
নুর ঝুঁকিমুক্ত, শারীরিক অবস্থার উন্নতি: ঢামেক পরিচালক Sep 03, 2025
img
চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: রেজাউল করীম Sep 03, 2025
img
বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের জন্য মন কাঁদছে শাহরুখের! Sep 03, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচন কোনো চক্রান্ত করে বাধাগ্রস্ত করা যাবে না: খোকন Sep 03, 2025
img
নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় ৭ দফা দাবি চবি শিক্ষার্থীদের Sep 03, 2025
img
২০২৯-এর পরও জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা পেতে ফ্রান্সের সমর্থন চাইলেন উপদেষ্টা Sep 03, 2025
বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকীতে চরফ্যাশনে বর্ণাঢ্য র‌্যালি! Sep 03, 2025
img
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ এক করে গেজেট প্রকাশ Sep 03, 2025
আপনারা কি হাসিনার পথ বেছে নিলেন?’ Sep 03, 2025
"মাদার অর্গানাইজেশনের ভিপি নয়, চাই ক্যাম্পাসের প্রতিনিধি" Sep 03, 2025
মালয়েশিয়ায় ব্যাপক অভিযান, শত শত বাংলাদেশি গ্রেফতার Sep 03, 2025
হুমকিদাতা শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করল ঢাবি কর্তৃপক্ষ Sep 03, 2025
img
নুরের ওপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে : রাশেদ খান Sep 03, 2025
বড় পর্দায় আসছেন তানজিন তিশা, দিলেন সুখবর Sep 03, 2025
দীর্ঘদিন পরে ফের দেখা মিলল তাহসান-মিমের! Sep 03, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গ্রেপ্তার Sep 03, 2025