চীন বৃহস্পতিবার রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন, এ আয়োজনে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে চীন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে পাশে নিয়ে বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজে শি চিনপিং অংশ নেওয়ার পর, ট্রাম্প তার চীনা সমকক্ষকে উদ্দেশ করে ট্রুথ সোশ্যালে ক্ষুব্ধ একটি পোস্ট দেন।
সেখানে তিনি লেখেন, ‘ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিও, যখন তোমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ।’
ট্রাম্পের পোস্ট সম্পর্কে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর স্মরণে ‘বিদেশি অতিথিদের’ আমন্ত্রণ জানানো হয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সাংবাদিকদের বলেন, ‘এটি ইতিহাসকে স্মরণ করা, শহীদদের স্মৃতিকে লালন করা, শান্তিকে লালন করা এবং ভবিষ্যৎ গড়তে শান্তিপ্রিয় দেশ ও জনগণের সঙ্গে একত্রে কাজ করার জন্য।’ তিনি আরো বলেন, ‘চীনের যেকোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন কখনোই তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে পরিচালিত নয়।
ক্রেমলিন বুধবার জানিয়েছে, ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অভিযোগকে তারা রসিকতা হিসেবেই ধরে নিয়েছে। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ বলেন, ‘আমার মনে হয় তিনি (ট্রাম্প) বিদ্রুপ করে বলেছেন, এই তিনজন নাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
এসএস/এসএন