আমেরিকার জনপ্রিয় ফোক-রক ব্যান্ড দ্য লুমিনিয়ার্স আবারও ভারতীয় দর্শকদের সামনে হাজির হতে চলেছে। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি দিল্লি-এনসিআরের হুডা গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে তাদের একমাত্র কনসার্ট। এটি মূলত তাদের বিশ্ব ভ্রমণভিত্তিক “অটোমেটিক ওয়ার্ল্ড ট্যুর”-এর অংশ।
গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত এই ব্যান্ডটি ‘হো হেই’, ‘ক্লিওপেট্রা’, ‘স্টাবর্ন লাভ’ এবং ‘ওফেলিয়া’র মতো হিট গান দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। নতুন অ্যালবাম অটোমেটিক কে ঘিরে আয়োজন করা এই সফরে ভারতকে বিশেষভাবে বেছে নিয়েছে তারা।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের নভেম্বর মাসে পুনেতে অনুষ্ঠিত বাকার্ডি এনএইচ৭ উইকএন্ডার মিউজিক ফেস্টিভ্যালে প্রথমবার ভারতীয় দর্শকদের সামনে পারফর্ম করেছিল দ্য লুমিনিয়ার্স। চার বছর পর তারা ফিরছে আরও বড় পরিসরে।
কনসার্টটি প্রযোজনা ও প্রচারের দায়িত্বে আছে বুকমাইশো লাইভ। আয়োজকরা জানিয়েছেন, টিকিট শিগগিরই বুকমাইশোতে পাওয়া যাবে।
এমকে/এসএন