বলিউড তারকা হৃতিক রোশনের প্রেমিকা ও অভিনেত্রী সাবা আজাদ সম্প্রতি অভিনীত সংস অব প্যারাডাইস সিনেমাটি ঘিরে দর্শক ও সমালোচকদের প্রশংসা পাচ্ছেন। ছবির মুক্তির পর থেকেই নানা মহল থেকে তার অভিনয়ের ভূয়সী প্রশংসা আসছে। তবে এবার যে প্রশংসা তিনি পেলেন, সেটি নিঃসন্দেহে তার জন্য সবচেয়ে বিশেষ। নিজ প্রেমিকা সাবার কাজকে প্রকাশ্যে সাধুবাদ জানিয়েছেন হৃতিক নিজেই।
হৃতিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির কয়েকটি স্থিরচিত্র শেয়ার করে লেখেন, “সত্যি বলতে, এই ছবির নির্মাতা, টেকনিশিয়ান ও শিল্পীদের জন্য যেভাবে প্রশংসা শুনছি, তা হৃদয় ছুঁয়ে যাচ্ছে। অনেক আগে ছবির খসড়া সংস্করণ দেখেছিলাম। তখনই চরিত্র জেবাকে দেখে চোখে জল চলে এসেছিল। আজ যখন ছবিটি এত প্রশংসা পাচ্ছে, তখন মনে হচ্ছে, যা প্রাপ্য তা অবশেষে মিলে গেছে।”
প্রেমিকার প্রশংসায় ভাসিয়ে হৃতিক আরও যোগ করেন, “সাবা, তুমি একজন অসাধারণ শিল্পী। তোমার শিল্পসৃষ্টির জন্য যে স্বীকৃতি পাচ্ছো, তা একেবারেই প্রাপ্য। আমি তোমার সংগ্রাম, অসহায়তা, হতাশা, যন্ত্রণা সব দেখেছি।
বলিউডের এই দুনিয়ায় যেখানে অভিনেতার প্রতিভার আগে অনুসারীর সংখ্যা গোনা হয়, সেখানে তোমার মতো শিল্পীরা প্রাপ্য সুযোগের জন্য লড়াই করে। তাই আজ তোমাকে তোমার প্রাপ্য স্বীকৃতি পেতে দেখে যে আনন্দ লাগছে, তা ভাষায় বোঝানো যাবে না। আমার চোখে এটি সর্বকালের সেরা দশ অভিনয়ের একটি।”
শেষে সাবার উদ্দেশে মিষ্টি ভালোবাসার বার্তাও দিতে ভোলেননি হৃতিক, “রক অন বেবি, আমার হৃদয় ভরে গেছে। আমি তোমাকে ভালোবাসি।”
এমকে/এসএন