এ সময়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। এ বছর অভিনয় ক্যারিয়ারের এক যুগ পূর্ণ হলো তার। অথচ এখনো বেশ কিছু ক্ষেত্রে অভ্যস্ততা তৈরি করতে পারেননি তিনি। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৬ষ্ঠ পর্বে অতিথি হয়ে এমন আরও অনেক অজানা কথা বলেছেন তিনি।
সাফা বলেছেন, ‘‘এখনো কোনো অ্যাওয়ার্ড শো’তে যাবার আগে জ¦র আসে তার। এত বড় আয়োজন, এত তারকার সমাবেশ, তারকারা সবাই সর্বোচ্চ সুসজ্জিত হয়ে আসেন, অজস্র ক্যামেরার ঝলকানি-সব মিলিয়ে পুরো ব্যাপারটি আমার ভেতর চাপা উত্তেজনা তৈরি করে।’’
পডকাস্টে সাফা কবির আরো বলেছেন, ‘অভিনয়ে এখন আগের থেকে সিরিয়াস হবার পরও মনের মত স্ক্রিপ্ট বা কনটেন্ট পাওয়া যায় না খুব সহজে। সুযোগ পেলে বড় পর্দায়ও এখন কাজ করতে চাই। তবে তার জন্য মনের মত গল্প ও চরিত্র পেতে হবে।’
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান ও সাফা কবির
সাফা কবির বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে অডিশন প্রথার প্রচলন নেই। কিন্তু দেশের বাইরে বড় বড় ইন্ডাস্ট্রিতে এখনো অনেক বড় তারকারাও অডিশন দেয়। আমিও সেই প্রক্রিয়ার ভেতর দিতে চাই। একটি ভালো চরিত্র পাবার জন্য প্রয়োজনে ১০০ বার অডিশন দিতে চাই।’
রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৬ষ্ঠ পর্ব প্রচার হবে আজ ৬ সেপ্টেম্বর শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। পডকাস্ট শোটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
এমকে/এসএন