অস্ট্রীয় অর্থনীতিবিদের এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক

অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুন্টার ফেলিঙ্গারের এক্স অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক মন্তব্যের পর এ সিদ্ধান্ত নিল এক্স কর্তৃপক্ষ।
জানা গেছে, কয়েক দিন আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন, যেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাশিয়ার ঘনিষ্ঠ বলে অভিযুক্ত করেন এবং খালিস্তানিদের স্বাধীনতার পক্ষে খোলাখুলি আহ্বান জানান।

তার পোস্টে লেখা ছিল, ভারতকে ভেঙে ফেলার ডাক দিচ্ছি।

নরেন্দ্র মোদি রাশিয়ার কাছের মানুষ। খালিস্তানিদের স্বাধীনতার জন্য আমাদের বন্ধু প্রয়োজন।

তার এই বক্তব্য ভারতের নজরে আসতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দ্রুত এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং আইনি ভিত্তিতে তার অ্যাকাউন্ট দেশটিতে বন্ধের নির্দেশ দেয়। ফলে এখন ভারতে তার এক্স প্রোফাইল খোলার চেষ্টা করলে বার্তা দেখা যাচ্ছে, এই অ্যাকাউন্ট আইনি কারণে ভারতে বন্ধ রয়েছে।

গুন্টার ফেলিঙ্গার অস্ট্রিয়ার সেই কমিটির সভাপতি; যা ইউক্রেন, কসোভো, বসনিয়া এবং অস্ট্রিয়ার ন্যাটো সদস্যপদের জন্য লড়াই করছে। অর্থাৎ তিনি ইউরোপীয় নিরাপত্তা ও কূটনৈতিক অঙ্গনে সক্রিয় হলেও সরাসরি কোনো সরকারি দায়িত্বে নেই। ফলে নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করেছে, অস্ট্রিয়া সরকারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে না। কারণ, তাকে সরকারি পদমর্যাদার প্রতিনিধি হিসেবে দেখা হচ্ছে না।

তবে তার মন্তব্য ভারতের সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে এবং নীতিনির্ধারক মহলেও এই প্রশ্ন উঠেছে যে বহির্বিশ্ব থেকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে এমন হস্তক্ষেপমূলক বক্তব্যকে কীভাবে দেখা উচিত।

ভারতের সিদ্ধান্তের পেছনে কারণ স্পষ্ট, জাতীয় নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতির প্রশ্নে সরকার জিরো টলারেন্স নীতি নিচ্ছে; বিশেষ করে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদ নিয়ে ভারত অতিমাত্রায় সংবেদনশীল। কারণ, সাম্প্রতিক বছরগুলোতে প্রবাসী খালিস্তানি সংগঠনগুলোর বিভিন্ন কার্যকলাপ দিল্লিকে একাধিকবার কূটনৈতিক চাপে ফেলেছে। এ ধরনের পরিস্থিতিতে একজন বিদেশি নাগরিকের প্রকাশ্য আহ্বান ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখা হয়েছে। এ ক্ষেত্রে আইনি কাঠামোর আওতায় সামাজিক মাধ্যমের সঙ্গে সমন্বয় ঘটিয়ে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ভবিষ্যতে অন্যদের জন্যও বার্তা বহন করছে ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো উসকানিমূলক প্রচারণা ছড়ালে কঠোর পদক্ষেপ আসবে।

অন্যদিকে সমালোচকদের মতে, সোশ্যাল মিডিয়ায় মতপ্রকাশ নিয়ন্ত্রণের এই ধারা অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষেত্রেও সরকারের নীতি স্পষ্ট করে। বিরোধীরা বারবার অভিযোগ করে আসছে, মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করা হচ্ছে। যদিও সরকারি সূত্রগুলো বলছে, বিদেশি নাগরিকের উসকানিমূলক প্রচারাভিযানকে আটকানো কখনোই মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে না, বরং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই পড়ে। ফলে এ বিষয়ে দিল্লির অবস্থান শক্ত।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আসছে মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরির ভিন্নধর্মী গল্প ‘মা বেহেন’! Sep 06, 2025
img

মাসুদ কামাল

সুশীলদের মন্ত্রিসভা হয়েছে, তারা কালো আইন প্রয়োগ করছে Sep 06, 2025
img
পাকিস্তান নয়, চিনের সঙ্গে সীমান্ত সংঘাত বড় চ্যালেঞ্জ: ভারতের সেনাপ্রধান Sep 06, 2025
img
ইউনিমার্টে চলছে ইলিশ উৎসব Sep 06, 2025
img
আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক: জামায়াত নেতা সিরাজুল ইসলাম Sep 06, 2025
img
শহীদ পরিবারদের মঞ্চে বসিয়ে দর্শক আসনে উপদেষ্টা আদিলুর Sep 06, 2025
img
ব্যাটিংয়ে মনোযোগ দিতে সূর্যকুমারকে পরামর্শ রাহানের Sep 06, 2025
img

ডাকসু নির্বাচন

প্রচারণার শেষ রোববার, শেষ মুহূর্তে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা Sep 06, 2025
img
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৬৬ Sep 06, 2025
img

ডাকসু নির্বাচন

সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী Sep 06, 2025
img
আলিয়া-দীপিকাকে ঘিরে দুই পক্ষের দ্বন্দ্ব! Sep 06, 2025
img
চট্টগ্রামে তীব্র গরমে জুলুসের র‍্যালিতে অসুস্থ হয়ে প্রাণ হারাল ১, আহত ২ Sep 06, 2025
img
খুলনায় সাবেক যুবদল নেতা গ্রেফতার Sep 06, 2025
img
তুরাগ নদের ১৭ কি.মি. ড্রেজিংয়ের টাকা দেবে বিশ্ব ব্যাংক : রিজওয়ানা Sep 06, 2025
img
সিলেট বিমানবন্দরে ফ্রি টেলিফোন-ওয়াইফাই সেবা চালু Sep 06, 2025
img
রাজধানীতে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার Sep 06, 2025
img
হুন্দাই গাড়ির কারখানা থেকে শতাধিক কর্মী আটক করল যুক্তরাষ্ট্র Sep 06, 2025
img
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫ Sep 06, 2025
img
কারাগারে অং সান সু চির শারীরিক অবস্থার অবনতি, দাবি ছেলের Sep 06, 2025
img
না ফেরার দেশে অমিতাভ-অক্ষয়দের সহ অভিনেতা Sep 06, 2025