ইন্টার মায়ামিতে বড় দুঃসংবাদ, নিষিদ্ধ সুয়ারেজ ও বুসকেটস!

এর আগেও মাঠে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের নজির দেখিয়েছেন লুইস সুয়ারেজ। গত ৩১ আগস্ট তিনি লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ইন্টার মায়ামির হারের পর তেমনই কাণ্ড ঘটান। হাতাহাতি ও উত্তপ্ত পরিস্থিতির এক পর্যায়ে প্রতিপক্ষের এক স্টাফের দিকে থুতু মেরে বসেন উরুগুইয়ান তারকা। যার দায়ে লিগস কাপে সুয়ারেজকে ৬ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

চলতি মৌসুমের লিগস কাপে মায়ামির বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে সিয়াটল চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ, এই মৌসুমে সুয়ারেজ কিংবা মায়ামিসহ কারোরই আর ম্যাচ নেই। তাই সুয়ারেজের ৬ ম্যাচের নিষেধাজ্ঞা লিগস কাপের পরবর্তী আসরে কার্যকর হবে। এর মধ্যে ৩ ম্যাচ গ্রুপপর্বে এবং বাকি ৩ ম্যাচ নকআউট রাউন্ডে। তার মানে মায়ামি আবারও টুর্নামেন্টটির ফাইনালে উঠলেই কেবল সুয়ারেজকে পাবে। এর ভেতর মেজর লিগ সকারসহ যে প্রতিযোগিতার ম্যাচই হোক, সেখানে প্রয়োগ হবে না এই শাস্তি।

এর বাইরে সিয়াটলের কোচিং স্টাফ স্টিভেন লেনহার্টকে পাঁচ ম্যাচ, মায়ামির টমাস অ্যাভিলেসকে তিন ম্যাচ এবং সার্জিও বুসকেটসকে দুই ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। এর আগে ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে ইচ্ছাকৃত হ্যান্ডবল করেছিলেন, যা তার দলকে সেমিফাইনালে উঠতে ভূমিকা রাখে। এর বাইরে তিনবার প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ের ঘটনায়ও নিষিদ্ধ হন সুয়ারেজ। সর্বশেষ ২০১৪ সালে বিশ্বকাপ ম্যাচে পেনাল্টি অঞ্চলে সংঘর্ষের মাঝে ইতালির ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনির কাঁধে কামড় দেন।



সাম্প্রতিক ম্যাচে সুয়ারেজ কেবল থুতু ছিটিয়েই ক্ষান্ত থাকেননি, সিয়াটলের আরেক খেলোয়াড়ের গলায় হাত দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমএলএস কর্তৃপক্ষ পুরো ঘটনাই তদন্ত করছে। এরই মাঝে বৃহস্পতিবার এক বিবৃতিতে সুয়ারেজ দুঃখ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে সুয়ারেজ লিখেছেন, ‘এটি ছিল প্রচণ্ড উত্তেজনা ও হতাশার এক মুহূর্ত, যেখানে ম্যাচ শেষে এমন কিছু ঘটে গেছে যা কখনোই হওয়া উচিত নয়। তবে আমার প্রতিক্রিয়ার কোনো অজুহাত নেই। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখিত।’

প্রসঙ্গত, লিগস কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে রেফারির শেষ বাঁশি বাজানোর পরই মূল ঘটনা ঘটে। ওই সময় সিয়াটল সাউন্ডার্সের তরুণ মিডফিল্ডার ওবেদ ভার্গাসকে লক্ষ্য করে ছুটে যান সুয়ারেজ। এরপর মাঠে শুরু হয় দুজনের হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে দুই দলের কর্তারা ছুটে আসেন। তখনই ক্যামেরায় ধরা পড়ে, সাউন্ডার্সের দলের এক স্টাফের দিকে থুতু ছুড়ছেন সুয়ারেজ। যুদ্ধংদেহী পরিস্থিতিতে উভয়পক্ষের ধাক্কাধাক্কি ও সংঘর্ষ বেধে যায়। পরস্পর ঘুষি ও হাতাহাতিতে জড়ান বুসকেটস-ভার্গাসরা।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নারায়ণগঞ্জে এনসিপির মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান Nov 13, 2025
img
'স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বের ব্যাপারটা খুব কঠিন তা কিন্তু নয়' Nov 13, 2025
img
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ Nov 13, 2025
মিমি উদযাপন করলেন সহকারী বুল্টির জন্মদিন Nov 13, 2025
img
ইডেন টেস্টের আগে গম্ভীরের কঠোর সিদ্ধান্ত, অনুশীলনের মাঝেই বাদ এক ক্রিকেটার! Nov 13, 2025
img
এশিয়ান আর্চারির ফাইনালে বাংলাদেশের বন্যা ও হিমু Nov 13, 2025
img
বিশ্বকাপ জয় কেড়ে নিয়েছে দীপ্তির স্বাধীনতা! Nov 13, 2025
img
তেজগাঁও রেলস্টেশনে থেমে থাকা ট্রেনে আগুন দিয়ে পালানোর সময় আটক ২ Nov 13, 2025
img
কক্সবাজারে মার্কেটে ভয়াবহ আগুন Nov 13, 2025
img
এইচ-১বি ভিসা ও বিদেশি শিক্ষার্থীদের পক্ষে সাফাই গেয়েছেন ডোনাল্ড ট্রাম্প Nov 13, 2025
img
পেট্রল বোমাসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক Nov 13, 2025
img
কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ Nov 13, 2025
img
সাতক্ষীরায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিবিরের বিক্ষোভ Nov 13, 2025
img
৫ আগস্ট জন্ম না হলে জিয়া পরিবার মুক্ত হতো না: হাফিজ ইব্রাহিম Nov 13, 2025
img
সিরাজগঞ্জে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩ Nov 13, 2025
img
দেশ ও জাতীয় স্বার্থে জোটবদ্ধ নির্বাচনের পথও খোলা : আখতার Nov 13, 2025
img
নোয়াখালীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গ্রেপ্তার ৪২ Nov 13, 2025
img
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন Nov 12, 2025
img
ময়নাতদন্তের প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃত্যুকালে গর্ভবতী ছিলেন মডেল খুশবু Nov 12, 2025
img
গান গেয়ে সমালোচনার মুখে অভিনেত্রী পরীমণি Nov 12, 2025