শেষ বলে অ্যান্টিগার জয়, ব্যাটে-বলে ব্যর্থ সাকিব

শেষ ওভারে ১২ এবং শেষ বলে ২ রানের সমীকরণ মিলিয়ে জয় পেয়েছে ক্যারিবীয় প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্স। বার্বাডোজ রয়্যালসের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়ায় রোমাঞ্চকর ম্যাচটি অ্যান্টিগা জিতেছে ৪ উইকেটে। যদিও ব্যক্তিগত পারফরম্যান্সে সাকিব আল হাসান প্রত্যাশা পূরণ করতে পারেননি।

বার্বাডোজের মাঠ কিংসটন ওভালে আজ (শনিবার) টস হেরে আগে ফিল্ডিং নেয় সাকিবের দল অ্যান্টিগা। তাদের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী ছিল বার্বাডোজের ব্যাটিং। ১১.২ ওভারেই উদ্বোধনী জুটিতে আসে ৯১ রান। যদিও ওপেনার কুইন্টন ডি কক অপর ওপেনার ব্রেন্ডন কিংয়ের ঝড়ের মাঝে খেলেছেন ধীরগতির ইনিংস। প্রোটিয়ার ব্যাটার ২৮ বলে ২৭ রান করে আউট হয়ে যান।

এরপর শেরফান রাদারফোর্ডের সঙ্গে মিলে ৭৩ রানের জুটি গড়েন কিং। রাদারফোর্ড ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৯ রানে আউট হলেই ভাঙে সেই জুটি। ৬ রানের ব্যবধানে রভম্যান পাওয়েল (৩) ও রাসি ভ্যান ডার ডুসেনও (০) আউট হয়ে যান। শেষদিকে ৬ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলেন ক্রিস গ্রিন। কিন্তু শেষ পর্যন্ত অপরাজিত থেকেও ২ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ব্রেন্ডন কিং। এই ক্যারিবীয় তারকা ৬৫ বলে ৬ চার ও ৭ ছক্কায় ৯৮ রানে অপরাজিত ছিলেন। যাতে ভর করে বার্বাডোজও ৪ উইকেটে ১৮৭ রানের লড়াকু পুঁজি পায়।



অ্যান্টিগার হয়ে ৩ ওভার করে ৩৩ রান দিলেও উইকেটশূন্য ছিলেন সাকিব। মাত্র ৪ ওভারে মাত্র ১৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স দিয়েছেন সালমান ইরশাদ। ওবেদ ম্যাককয় শিকার করেন এক উইকেট।

লক্ষ্য তাড়ায় অ্যান্টিগাকে ভালো শুরু এনে দেন আমির জাঙ্গু ও আন্দ্রেস গুস। তবে ৪.২ ওভারে ৪৫ রান তোলার পরই আউট হয়ে যান জাঙ্গু (১৪ বলে ২৩)। পরপরই করিমা গোর আউট হলেও আরেকপ্রান্ত আগলে রাখেন যুক্তরাষ্ট্রের উইকেটরক্ষক গুস। তিনি শেষ পর্যন্ত ৮৫ রানে অপরাজিত থেকেই অ্যান্টিগার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তিনি ৫৩ বলের ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ৪ ছক্কায়।

এ ছাড়া কেভিন উইকম্যান ২১ বলে ২৬, ইমাদ ওয়াসিম ১১ বলে ১৭ এবং সাকিব ১২ বলে ১৫ রান করেন। বার্বাডোজের পক্ষে ৩ উইকেট নেন ড্যানিয়েল স্যামস। এই জয়ের পর ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে সাকিব-ইমাদদের অ্যান্টিগা। ৮ ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে যথাক্রমে শীর্ষ দুইয়ে সেন্ট লুসিয়া কিংস ও ত্রিনবাগো নাইট রাইডার্স।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এখনও ‘বেশ ইতিবাচক’ সম্পর্ক রয়েছে: মোদি Sep 06, 2025
img
ড. মুহাম্মদ ইউনূস দেশটাকে মবের রাজত্ব বানিয়েছেন : প্রিন্স Sep 06, 2025
img
লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে আগুন, কাজ করছে ১০০ দমকলকর্মী Sep 06, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ Sep 06, 2025
যে ৬ নারী প্রার্থী সামনে নিয়ে শিবির লড়বে জাহাঙ্গীরে! Sep 06, 2025
img
রেকর্ড নয় বরং ফ্রান্সের হয়ে ম্যাচ ও শিরোপা জিততে চান এমবাপ্পে Sep 06, 2025
আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক’ Sep 06, 2025
নির্বাচনের খেলা নয়, আ. লীগের ফেরার মিশন! Sep 06, 2025
আজকে যারা পুটিমাছের মতো লাফাচ্ছে তাদের বিচার অব্যশই হবে Sep 06, 2025
img
ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে হলে কোনো কর্মকর্তা বোনাস পাবেন না : গভর্নর Sep 06, 2025
img
কষ্ট করে আপনারা মিছিল করবেন না, হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে : মোস্তফা জামান Sep 06, 2025
img
সালমান শাহ’র জনপ্রিয়তা দিন দিন বাড়ছে: অপূর্ব Sep 06, 2025
img
শেষ মুহূর্তে ইয়েমেনের নাটকীয় জয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ Sep 06, 2025
img
টাঙ্গাইলে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী Sep 06, 2025
img
ফের মার্কিন যুদ্ধজাহাজের আকাশসীমায় উড়লো ভেনেজুয়েলার যুদ্ধবিমান Sep 06, 2025
img

উমামা ফাতেমা

ডাকসু নির্বাচনে বড় ফ্যাক্টর ছাত্রীদের ভোট Sep 06, 2025
img
‘ছোট পরিসরেই সব হয়েছে, সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে জানাবো’ Sep 06, 2025
img
জীবনের কঠিন লড়াইয়ে একা হলেও ভেঙে পড়েননি অভিনেত্রী মিমি Sep 06, 2025
img
নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে: সাদিক কায়েম Sep 06, 2025
img
আর্জেন্টিনা দলে মেসির বিকল্প অধিনায়ক কে হবেন? Sep 06, 2025