আপনি যদি নিখুঁত সুযোগের অপেক্ষা করেন, হয়ত সারাজীবন অপেক্ষা করতে হবে। যা আছে, সেখান থেকেই শুরু করুন।”
শেফালী শাহের এই সরল কিন্তু শক্তিহীন বার্তাটি কেরিয়ারের পথে দাঁড়ানো তরুণদের জন্য উজ্জ্বল প্রেরণা। নিজেকে ছোট করে না নিয়ে, বর্তমান থেকে কাজ শুরু করাই তাঁর কর্মজীবনের অন্যতম দর্শন একই দর্শন যেটা তাঁকে চলচ্চিত্র ও ধারাবাহিকে স্থির ও আত্মবিশ্বাসী ভূমিকা জিততে সাহায্য করেছে। আজকালকার অস্থির প্রেক্ষাপটে এই কথাগুলো বেশি প্রাসঙ্গিক; বড় সুযোগের অপেক্ষায় সময় নষ্ট না করে হাতে থাকা সুযোগগুলোই গড়ে তুলতে হবে বড় ভবিষ্যৎ।
এমকে/এসএন