বলিউড অভিনেতা অক্ষয় কুমার সাম্প্রতিক সময়ে বক্স অফিসে টানা ব্যর্থতার মুখোমুখি হলেও মানবিক সেবায় তিনি এখনো অগ্রণী ভূমিকা রাখছেন। এবার পাঞ্জাবের ভয়াবহ বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন এই অভিনেতা।
শনিবার তিনি জানালেন, পাঞ্জাবের ত্রাণ তহবিলে দিয়েছেন ৫ কোটি টাকা।
তবে অক্ষয়ের ভাষায়, এটি অনুদান নয়, বরং সেবা। বললেন, “আমি কারও কাছে দান করার কে? এ শুধু একটি ছোট অবদান, সেবার অংশ। পাঞ্জাবের মানুষ দ্রুত এই দুর্যোগ কাটিয়ে উঠুক- এই প্রার্থনাই করি।”
উল্লেখ্য, গত ৩৭ বছরে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার বৃষ্টিতে রাজ্যের বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে পানিতে। ক্রমেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি এতটাই গুরুতর যে রাজ্যটিকে ‘বিপর্যস্ত রাজ্য’ ঘোষণা করেছে পাঞ্জাব সরকার। এ অবস্থায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।
অক্ষয়ের মতোই পাঞ্জাবের এই দুর্যোগে পাশে দাঁড়িয়েছেন অন্য শিল্পীরাও। শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা জানিয়েছেন, তাঁর নতুন ছবি ‘মেহের’ থেকে প্রথম দিনের সব আয় দেবেন পাঞ্জাবের ত্রাণ তহবিলে।
অন্যদিকে জনপ্রিয় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ দত্তক নিয়েছেন ১০টি গ্রাম। দুর্গত পরিবারগুলোর খাদ্য, পানি, চিকিৎসাসহ প্রাথমিক চাহিদা পূরণের দায়িত্ব নেবেন তিনি। এছাড়া এমি ভির্ক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের দায়িত্ব নিয়েছেন। আর অভিনেত্রী সোনম বাজওয়া অনুরাগীদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, যেভাবে সম্ভব ত্রাণকাজে এগিয়ে আসতে।
কেএন/টিএ