আবারও এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে মঞ্চ মাতাতে চলেছেন বিশ্ব সংগীতের জনপ্রিয় তারকা লেডি গাগা। আয়োজক সংস্থা এমটিভি নিশ্চিত করেছে, আসন্ন ২০২৫ সালের ভিএমএ আসরে তিনি পারফর্ম করবেন। আগামী ৭ সেপ্টেম্বর নিউইয়র্কের এলমন্টে ইউবিএস এরেনায় অনুষ্ঠিত হবে এবারের অনুষ্ঠান।
গাগার সঙ্গে একই মঞ্চে থাকছেন আরও বেশ কিছু তারকা শিল্পী। এদের মধ্যে আছেন বাস্টা রাইমস, জে বালভিন, রিকি মার্টিন ও সাবরিনা কার্পেন্টার। এছাড়া এবার আজীবন সম্মাননা হিসেবে ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড পাচ্ছেন পপ লিজেন্ড মারাইয়া ক্যারি।
এর আগে লেডি গাগা ভিএমএ মঞ্চে ঝড় তুলেছিলেন ২০০৯ সালে। সেই সময় তার ‘পাপারাজ্জি’ পরিবেশনা বিশ্বব্যাপী আলোচনায় আসে। পরে ২০২০ সালে আবারও তিনি আরিয়ানা গ্র্যান্ডের সঙ্গে ভিএমএতে পারফর্ম করেন।
চলতি বছর গাগা ১২টি মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা এ আসরের সর্বোচ্চ। এর মধ্যে রয়েছে সেরা শিল্পী, সেরা ভিডিও এবং ব্রুনো মার্সের সঙ্গে দ্বৈত গান ‘ডাই উইথ আ স্মাইল’-এর জন্য সেরা গান বিভাগে মনোনয়ন।
গত মার্চে প্রকাশিত গাগার নতুন অ্যালবাম ‘মেহেম’ ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। অ্যালবাম প্রকাশের পর তিনি একদিকে স্যাটারডে নাইট লাইভ-এর সঞ্চালক ও অতিথি শিল্পী হিসেবে আলোচনায় আসেন, অন্যদিকে কোচেল্লা ২০২৫-এর প্রথম দিন প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতান। বর্তমানে তার মেহেম বল ট্যুর চলছে উত্তর আমেরিকা ও ইউরোপজুড়ে, যা চলবে ডিসেম্বর পর্যন্ত।
ভিএমএর মঞ্চে তার উপস্থিতি ঘিরে ভক্তদের প্রত্যাশা এখন তুঙ্গে। অনেকে বলছেন, এবারের পারফরম্যান্স হতে পারে তার ক্যারিয়ারের অন্যতম সেরা।
এমকে/টিএ