হুন্দাই গাড়ির কারখানা থেকে শতাধিক কর্মী আটক করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে একটি হুন্দাই কারখানায় অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে প্রায় ৪৭৫ জনকে আটক করা হয়েছে। কারখানাটি জর্জিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা শাসনামলে এটি সবচেয়ে বড় কর্মস্থলভিত্তিক অভিযান বলে জানা গেছে। তিন হাজার একর জায়গাজুড়ে নির্মিত এই কারখানা থেকে আটককৃতদের বেশিরভাগই কোরিয়ান নাগরিক।

যেখানে গত এক বছর ধরে কোরিয়ান এই কোম্পানিটি সেখানে বৈদ্যুতিক যানবাহন তৈরির কাজ করছিল।

এই অভিযানের জন্য 'উদ্বেগ ও ক্ষোভ' প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া এবং নিজেদের নাগরিকদের অধিকারের প্রতি সম্মান জানাতে মার্কিন সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে দেশটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা শ্রাংক জানান, ‘এই অপরাধের অনুসন্ধান চালানোর জন্য বিচার বিভাগীয় অনুমতি পেতে আমরা বহু মাস ধরে প্রমাণ সংগ্রহ করেছি, সাক্ষাৎকার নিয়েছি, নথি সংগ্রহ করেছি এবং সেই প্রমাণ উপস্থাপন করেছি।’ তিনি আরো বলেন, ‘এটি সাধারণ অভিবাসন অভিযান নয় যেখানে অফিসাররা গিয়ে মানুষদের তুলে নিয়ে যায়।

বরং এখানে সাক্ষাৎকার, নথিপত্র সংগ্রহ এবং বিচারিক অনুমোদনের পর অভিযান পরিচালিত হয়েছে।’

আটক হওয়া ব্যক্তিদের বেশিরভাগই দক্ষিণ কোরিয়ার নাগরিক বলে জানানো হয়েছে। এদের অনেকেই অবৈধভাবে দেশটিতে প্রবেশ করে কাজ করছিলেন। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট জানায়, আটক হওয়া ব্যক্তিদের বর্তমানে জর্জিয়ার ফোকস্টনে অবস্থিত একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

হুন্দাই মোটর কম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিস্তারিত বোঝার চেষ্টা করছে। আমাদের জানা মতে, আটক ব্যক্তিদের কেউ সরাসরি হুন্দাইয়ের নিয়োগপ্রাপ্ত নন।’

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে কোরিয়ান বিনিয়োগকারীদের অর্থনৈতিক কার্যক্রম এবং কোরিয়ান নাগরিকদের অধিকার অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়।’ কোরিয়া আরো জানিয়েছে, তারা কূটনীতিকদের ঘটনাস্থলে পাঠাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বিষয়টি নিয়ে জানিয়েছে।

হোয়াইট হাউসে এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘তারা অবৈধ অভিবাসী এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট শুধু তার কাজ করছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক চাই, একটি স্থিতিশীল ও বৈধ শ্রমবাজার চাই।’

তিনি আরো দাবি করেন, ‘এই শ্রমিকদের অনেকেই বাইডেন সরকারের সময়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে এসেছে।’

এই অভিযানে প্রেসিডেন্ট ট্রাম্পের দুই মূল এজেন্ডা -দেশীয় শিল্পোন্নয়ন এবং অবৈধ অভিবাসন দমনের মধ্যে সংঘাত সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। হুন্দাইয়ের পার্টনার এলজি এনার্জি সল্যুশনস ঘটনাস্থলে তাদের ব্যাটারি কারখানার নির্মাণকাজ আপাতত বন্ধ রেখেছে। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প হুন্ডাই প্রকল্পকে রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প বলে বর্ণনা করেছিলেন, যা প্রায় ১ হাজার ২০০ জনকে কর্মসংস্থান দিয়েছে।

অন্যদিকে ট্রাম্প তার নির্বাচনী প্রচারে দাবি করেছিলেন, অভিবাসীরা আমেরিকানদের চাকরি কেড়ে নিচ্ছেন এবং তিনি ক্ষমতায় ফিরে এসে অবৈধ অভিবাসীদের ধরতে দেশজুড়ে অভিযান শুরু করেন। এ অভিযানে কোরিয়ান ছাড়াও অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও ধরা পড়েছে বলে জানা গেছে।

সূত্র : বিবিসি

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
কাঁদলেন দিলারা জামান, বললেন আমি কি খারাপ মেয়ে? Sep 06, 2025
img
বিবৃতি বাদ দিয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান সারোয়ার তুষারের Sep 06, 2025
img
২ ভাগে কাল এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ Sep 06, 2025
"আমারও এখন গানম্যান লাগবে" বিসিবি নির্বাচন ঘিরে হুমকিতে বুলবুল Sep 06, 2025
টাইগার-সঞ্জয় দত্তের কাজের অভিজ্ঞতা! Sep 06, 2025
img
সংসার চালাতে নিরাপত্তাকর্মীর চাকরি করছেন ক্রিকেটার নাসুমের বাবা Sep 06, 2025
ভিপি লড়াইয়ে ভিড় জমজমাট, আলোচনায় কেবল ৯ মুখ Sep 06, 2025
ভিপি লড়াইয়ে ভিড় জমজমাট, আলোচনায় কেবল ৯ মুখ Sep 06, 2025
আওয়ামী লীগ পুনর্বাসনে ভারতের নতুন কৌশল Sep 06, 2025
যে কারণে নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন ছাত্রদল প্যানেলের মায়েদ Sep 06, 2025
img
ডাকসু : ভোট জরিপে শিবির এগিয়ে, কার কত শতাংশ ভোট? Sep 06, 2025
img
৪ বছর পর কাঠমান্ডুতে বাংলাদেশের গোলশূন্য ড্র Sep 06, 2025
img
জাতীয় পার্টি ও আওয়ামী লীগ চোরে চোরে মাসতুতো ভাই : সারজিস Sep 06, 2025
img
লোলাপালুজা ২০২৬ - লিংকিন পার্কের সঙ্গে থাকছেন ভারতীয় শিল্পীরাও Sep 06, 2025
img

ডাকসু ও হল সংসদ নির্বাচন

রবিবার দুপুরে শপথবাক্য পাঠ করবেন ছাত্রদল প্যানেলের প্রার্থীরা Sep 06, 2025
img
টেলর সুইফটের বাতিল হওয়া শো ঘিরে নতুন রায় জার্মানিতে Sep 06, 2025
img
ঈমানদার মানুষকে দিয়ে আর ধর্মীয় যুদ্ধ লাগায়েন না : ফজলুর রহমান Sep 06, 2025
img
৬ বছর পর আবারও বিশ্ব ট্যুরে অ্যারিয়ানা গ্র্যান্ডে! Sep 06, 2025
img
'নুরাল পাগলার' লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের নিন্দা Sep 06, 2025
img
ভিএমএ মঞ্চে ফিরছেন লেডি গাগা Sep 06, 2025