রাজবাড়ীতে নুরাল পাগলার বাড়িতে পুলিশ মোতায়েন

রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহদী দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে উৎসুক মানুষ তার বাড়িতে দেখতে ভিড় করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দরবারের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জনসাধারণের ভিড় সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, শুক্রবারের হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নুরাল পাগলার বাড়ি ও তার আস্তানা। তবে শনিবার সকাল থেকে পরিবেশ অনেকটাই স্বাভাবিক রয়েছে। দরবারের সামনে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। সকাল থেকেই ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন শতশত উৎসুক নারী-পুরুষ। তবে সাংবাদিক ছাড়া ভেতরে প্রবেশে পুলিশ কড়াকড়ি আরোপ করেছে।

শুক্রবার জুমার নামাজের পর পূর্বঘোষিত বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলের বাড়িতে হামলা চালায়। এ সময় সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, যা মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে গেলে তাদের ওপরও হামলা হয়। এ সময় পুলিশের দুটি গাড়ি ও গোয়ালন্দের ইউএনওর গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গতকাল রাতেই গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ইমান-আকিদা রক্ষা কমিটির উদ্যোগে ‘কালিমা, আজান, দুরুদ বিকৃতিকারী ও নিজেকে ইমাম মাহাদী দাবি করা ভন্ড নুরাল পাগলা’র আস্তানা উচ্ছেদ এবং কাবা শরীফের আকৃতিতে ১২ ফুট উঁচুতে কবর স্থাপনের প্রতিবাদে গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশের পরে নুরাল পাগলের মরদেহ ‘শরিয়ত পরিপন্থি’ পদ্ধতিতে দাফন করা হয়েছে-এমন অভিযোগ এনে বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়। এ ছাড়া, নুরাল পাগলার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। এ সময় উভয় পক্ষের সংঘর্ষ রাসেল মোল্লা (২৮) নামের এক যুবকের মৃত্যু ও অর্ধশতাধিক মানুষ আহত হয়। খবর পেয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও সেনবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়া এলাকায় নিজ বাড়িতে দরবার শরিফ গড়ে তোলেন নুরাল পাগলা। আশির দশকের শেষ দিকে তিনি নিজেকে ইমাম মাহদি দাবি করলে জনরোষ তৈরি হয়। পরে ১৯৯৩ সালের ২৩ মার্চ মুচলেকা দিয়ে তিনি এলাকা ছাড়েন। কয়েকদিন পর তিনি আবার দরবারে ফিরে কার্যক্রম শুরু করেন। গত ২৩ আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়। ওইদিন রাতে এলাকাবাসীর অংশগ্রহণে প্রথম জানাজা ও ভক্তদের অংশগ্রহণে দ্বিতীয় জানাজা শেষে রাতে সাড়ে ১০টার দিকে মাটি থেকে ১২ ফুট উঁচুতে বিশেষ কায়দায় দাফন করা হয় তাকে। যে স্থাপনার ওপর দাফন করা হয় সেখানে পবিত্র কাবার আদলে রং করা হয়। এ বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন স্থানীয় আলেম সমাজ ও ধর্মপ্রাণ মুসলমানরা।

তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’ গঠন করেন। এই কমিটি গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদসহ রাজবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলন করে স্থানীয় প্রশাসনসহ জেলা প্রশাসনের কাছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চান।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, পুলিশের সরকারি কাজে বাঁধা ও গাড়ি ভাঙচুরেরর ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্পকে ইঙ্গিত করে নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে সালমানের মন্তব্য Sep 07, 2025
img
আরিয়ানের ওয়েব সিরিজে একসঙ্গে দেখা মিলবে বলিউডের তিন খান! Sep 07, 2025
img
আগামী নির্বাচনে নিরাপত্তা দেওয়া পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা : আইজিপি বাহারুল আলম Sep 07, 2025
img
ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে রাশিয়ার হামলা Sep 07, 2025
img
আমি বিশ্বের সেরা পাঁচ স্ট্রাইকারের একজন : লাউতারো Sep 07, 2025
img

ছাত্রদল মনোনীত প্যানেলের শপথ

‘গণরুম-গেস্টরুমের অপসংস্কৃতি ফিরতে দেবো না’ Sep 07, 2025
img
শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই: কাদের সিদ্দিকী Sep 07, 2025
img
দেশে এসেছেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা! Sep 07, 2025
img
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী ছিলেন বদরুদ্দীন উমর Sep 07, 2025
img
আজকে দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো : আহমেদ শরীফ Sep 07, 2025
img

ইনকিলাব মঞ্চের মুখপাত্র

জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে Sep 07, 2025
img
প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় Sep 07, 2025
"শপথ করছি, কাউকে জোর করে রাজনীতিতে আনা হবে না" Sep 07, 2025
img
বদরুদ্দীন উমর আমৃত্যু জনগণের স্বার্থে রাজনীতি করে গেছেন : মির্জা ফখরুল Sep 07, 2025
বাণিজ্য উত্তেজনার মধ্যেই ট্রাম্প-জিনপিং বৈঠকের সম্ভাবনা Sep 07, 2025
ট্রাম্পকে বিদায়ের দাবিতে ওয়াশিংটনের রাস্তায় হাজারো বিক্ষোভকারী Sep 07, 2025
img

অনাবাসিক শিক্ষার্থীদের মেঘমল্লার বসু

'যাকে খুশি ভোট দিন, তবে প্লিজ ভোট দিতে আসুন' Sep 07, 2025
img

বিবৃতিতে তারেক রহমান

‘বদরুদ্দীন উমর ছিলেন এদেশের স্বাধীন বিবেকের এক প্রতীক’ Sep 07, 2025
img
জন্মদিনে ভাগ্নি সৃষ্টিকে ‘মা’ বলে রাজ চক্রবর্তীর আবেগঘন পোস্ট Sep 07, 2025
img
এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব! Sep 07, 2025