এবার নিয়ে টানা তিনবার ব্যালন ডি’অরে মনোনয়ন পেয়েছেন। লাউতারো মার্টিনেজের একবারো মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডটা উঁচিয়ে ধরা হয়নি। গত বছর সর্বোচ্চ সপ্তম স্থান অধিকার করেছিলেন। যা নিয়ে আর্জেন্টাইন তারকা মোটেও খুশি নন।
গত বছর ইন্টার মিলানের হয়ে সিরি আ জেতার পাশাপাশি জাতীয় দলের হয়ে মার্টিনেজ জিতেছিলেন কোপা আমেরিকার শিরোপা। তা সত্ত্বেও সপ্তম স্থানে থাকার ব্যাপারটি ভালো লাগেনি তার। ফ্রান্স ফুটবলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আরও ভালো জায়গায় থাকব বলে আশা করেছিলাম। বিচারকদের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। ...দারুণ মৌসুম কাটিয়েছিলাম, আরও ভালো জায়গা প্রাপ্য ছিল।’
প্রচারের অভাবে এমনটা ঘটে থাকতে পারে বলে মনে করেন মার্টিনেজ। ‘হয়তো ব্যক্তিত্বের প্রচারের অভাবে এটা ঘটেছে। আমি সব সময় সতীর্থদের জন্য সেরাটা দিই। এটাই আমার কাজ। লক্ষ্য অর্জনের চেষ্টা করি। ২৮ বছর বয়সে আমি ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট। আরও বেশি পরিচিতি চাই। কিন্তু সর্বোপরি, আমি একজন ভালো, ভদ্র ব্যক্তি হিসেবে পরিচিত হতে চাই, যে সব সময় সঠিক আচরণ করে।’
আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ গোল লিওনেল মেসির। ১৯৪ ম্যাচে ১১৪ গোল করেছেন তিনি। দুই, তিন, চার ও পাঁচে আছেন যথাক্রমে গ্যাব্রিয়েল বাতিস্তুতা (৭৭ ম্যাচে ৫৫), সার্জিও আগুয়েরো (১০১ ম্যাচে ৪১) ও হারনান ক্রেসপো (৬৪ ম্যাচে ৩৫) ও মার্টিনেজ (৭১ ম্যাচে ৩৩)। ক্লাবের হয়ে তার গোলসংখ্যা ১৮১টি।
মার্টিনেজের বয়স ২৮, তার ফুটবল ক্যারিয়ার এক দশকের। এই সময়ে নিজেকে বিশ্বের সেরা পাঁচ স্ট্রাইকারের একজনে পরিণত করেছেন বলে দাবি তার। ফ্রান্স ফুটবলের প্রশ্নে বলেন‘ সেরা পাঁচে। আমি নাম বলতে চাই না। প্রত্যেকেই নিজেদের মতো করে তালিকা করে। বিশ্বে অনেক ভালো স্ট্রাইকার আছে। বিগত কয়েক বছরে আমি যা করেছি, তা আমাকে সেরা পাঁচে থাকার অনুমতি দেয়।’
ইএ/টিকে