আগামী ১৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এশিয়া কাপ চলাকালীন আট দল নিয়ে তিন ভেন্যুতে হবে এবারের আসর। এশিয়া কাপের স্কোয়াডে থাকায় অনেক তারকাকেই এবারের এনসিএলে দেখা যাবে না। তবে জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা তারকাদের জন্য এই আসর হতে পারে লাইফলাইন।
এশিয়া কাপের দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। টপ এন্ড টি-টোয়েন্টিতে জ্বলে উঠতে ব্যর্থ হওয়ায় এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে জায়গা করে নিতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নাঈম শেখ, ইয়াসির আলী রাব্বিরা। বিশ্বকাপের দলে জায়গা করে নেয়ার শেষ সুযোগ হতে পারে আসন্ন এনসিএল। টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে নিজ নিজ দলের নেতৃত্বও পেয়েছেন তারা।
এবারের আসরে রাজশাহীকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিনদুয়েক আগে কোয়াবের সভাপতি নির্বাচিত হওয়া মোহাম্মদ মিঠুন অধিনায়কত্ব করবেন খুলনার।
ঢাকা বিভাগের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। আর ঢাকা মেট্রোর অধিনায়কত্ব করবেন মোহাম্মদ নাঈম শেখ। গতবারও ঢাকা মেট্রোকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন নাঈম।
গতবার রংপুরকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছিলেন আকবর আলী। এবারের আসরেও রংপুর বিভাগের অধিনায়কত্ব এই বিশ্বকাপজয়ী অধিনায়কের কাঁধেই। চট্টগ্রাম বিভাগের অধিনায়কত্ব করবেন ইয়াসির আলী রাব্বি।
এবারের আসরের ভেন্যু হিসেবে আছে রাজশাহী, বগুড়া ও সিলেট। আগামী ১৪ সেপ্টেম্বর উদ্বোধনী দিনে আছে দুটি ম্যাচ। সূচি অনুযায়ী প্রতিদিন আলাদা দুই ভেন্যুতে দুটি করে ম্যাচ হবে। প্রথম দিনে রাজশাহীতে স্বাগতিকরা মুখোমুখি হবে ঢাকা মেট্রোর। আর বগুড়ায় সিলেটের প্রতিপক্ষ রংপুর। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই দুই ভেন্যুতে হবে ১২টি ম্যাচ।
২১ সেপ্টেম্বর থেকে শুরু করে ৩ অক্টোবর ফাইনাল পর্যন্ত বাকি ম্যাচগুলোর ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আউটার। ৩ অক্টোবর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালের মধ্য্য দিয়ে আসরের পর্দা নামবে।
ইএ/টিকে