দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছে। যদিও দুজনেই এ নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি, তবে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি রাশমিকার নতুন কিছু ছবি ভাইরাল হওয়ার পর আবারও জল্পনা জোরদার হয়েছে।
ছবিগুলোতে রাশমিকাকে দেখা গেছে সাদা শার্ট ও নীল জিনস পরা এক স্নিগ্ধ লুকে। চোখে রোদচশমা। কিন্তু অনুরাগীদের নজর পড়েছে অন্য জায়গায় নায়িকার অনামিকায় ঝলমল করা হিরের আঙটি। ভক্তদের ধারণা, এটি আসলে তার বাগদানের আঙটি। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে বিজয়ের সঙ্গেই কি গোপনে বাগদান সেরেছেন অভিনেত্রী?
রাশমিকা ও বিজয়কে বহুবার একসঙ্গে ঘুরতে দেখা গেছে। যদিও তারা কখনো সরাসরি যুগল ছবি ভাগ করেননি, তবে একই জায়গা থেকে তোলা আলাদা আলাদা ছবি ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে। অনেকে বলছেন, রাশমিকার মুখে বিজয়ের নাম শুনলেই যে হাসি ঝরে, তাতেই বোঝা যায় তাদের সম্পর্কের গভীরতা। অন্যদিকে বিজয়ও একবার জানিয়েছিলেন, তিনি সম্পর্কে আছেন, তবে কার সঙ্গে তা প্রকাশ করেননি।
এর আগেও রাশমিকার হলুদ ও গোলাপি শাড়িতে কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যা নিয়েও বিয়ের গুঞ্জন উঠেছিল। সেই ছবিগুলোও নাকি বিজয়ের বাড়ি থেকেই তোলা। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা কি সত্যিই বাগদান সেরে ফেলেছেন? নাকি এটি শুধুই কাকতালীয়? ভক্তরা উত্তর খুঁজে না পেলেও তাদের প্রত্যাশা, খুব শিগগিরই প্রিয় তারকাজুটি সুখবর দেবেন।
ইএ/টিকে