আসন্ন দুর্গা পূজায় অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গা পূজায় অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সামনে দুর্গাপূজায় আবারো সারাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা হচ্ছে। গত বছরের ন্যায় এ বছর সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, গতবার কিন্তু আপনাদের সহযোগিতায় দুর্গাপূজা খুব ভালোভাবে হয়েছে। এজন্য আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। গত বছরের মতো এ বছরও দুর্গা পূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। এটার কতগুলো স্টেকহোল্ডার রয়েছে। এরমধ্যে জনগণ, তারা কতটুকু অংশগ্রহণ করবে, সবচেয়ে বড় স্টেকহোল্ডার রাজনৈতিক দল, তারা নির্বাচনটা কীভাবে করছে। এছাড়া নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং প্রধান উপদেষ্টার যেই আশা একটা উৎসবমুখর নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যে কাজ এটা আমরা পুরোদমে করে যাব। এরই মধ্যে আমরা মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ সম্পন্ন করেছি। আমরা আশা করব, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়। এজন্য সবার সাহায্য ও সহযোগিতা দরকার, এ ব্যাপারে আপনাদের কোনো কার্পণ্য থাকবে না।
‎পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন মাথা থেকে মুছে ফেলবেন। আরেকটি অনুরোধ, আপনারা সমাজ থেকে দুর্নীতি এবং মাদক কমাতে পারেন কিনা। যদি সহযোগিতা করেন, এটা আমরা সমাজ থেকে কমাতে পারবো। যদিও আমাদের সময় খুব একটা নাই, আমরা সেকেন্ড স্টেজে, আমরা এখন ইলেকশন মডিউলে চলে গেছি। তারপরও নির্বাচনের সঙ্গে সঙ্গে এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে।
‎পুলিশ ইচ্ছা করলে পারেন না তা নয়-  উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার আপনারা জাতিকে দেখিয়ে দিয়েছেন, পুলিশ একটা ফেয়ার নিয়োগ করতে পারে। সাংবাদিকরা অনেক সময় ছোটখাট বিষয়ে অনেক কিছু বলে, এবার নিয়োগ সম্পর্কে তারা কিন্তু কিছু বলতে পারেনি। এখন বলার পরে তারা ছোটখাটো ভুল ধরবে কিনা আমি জানি না। নিয়োগটা নিরপেক্ষ হয়েছে। আমি আইজিপি বা কারও কাছে নিয়োগের জন্য একটা নামও দেইনি।

আমাদের মন্ত্রণালয় থেকেও কেউ দেয়নি। এজন্য নিয়োগ প্রক্রিয়াটা খুব ভালোভাবে করতে পেরেছেন, যার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। পোস্টিংয়ের ক্ষেত্রে আমি সব পারি নাই। যেহেতু পারি নাই, এজন্য বলছি নির্বাচনের আগে এটা আমি লটারির মাধ্যমে করে দেবো। যেটা আমি প্রতিজ্ঞা করেছি, অন্তত একটা যেন আমি করতে পারি। এটাতে অনেক প্রতিবন্ধকতা, বাধা আসবে। আমি কারও কোনো কথা শুনবো না। এটা লটারির মাধ্যমেই হবে, যদি আমি থাকি।
‎পরে লিখিত বক্তব্যে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ নিছক কোনো প্রশিক্ষণ নয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ নিছক কোনো প্রশিক্ষণ নয় বরং রাজনৈতিক প্রক্রিয়ায় দীর্ঘদিনের অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদ বিলোপের গণতন্ত্রের ভিত্তি ও পুনঃপ্রতিষ্ঠা এবং তা রক্ষার জন্য একটি ঐতিহ্যবাহী, সুশৃঙ্খল, পেশাদার, প্রশিক্ষিত, সুসজ্জিত দেশ প্রেমিক পুলিশ বাহিনী সংযুক্ত হওয়ায় দৃঢ় প্রত্যয়।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বাবার ভালোবাসার প্রতিচ্ছবি হয়ে উঠলো খাইষ্টা জাহাঙ্গীর Sep 07, 2025
img

মাহমুদুর রহমান মান্না

জুলাই সনদ প্রণয়ন করতে না পারায় দেশ এখনো নির্বাচনমুখী হতে পারেনি Sep 07, 2025
img
কোটি টাকার বিএমডব্লিউ কিনলেন রুক্মিণী, পাশে ছিলেন দেব Sep 07, 2025
img
বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সঞ্জয়-ঐশ্বরিয়ার ছবি Sep 07, 2025
img
জাকসু নির্বাচনে শিবিরের ৯ দফা ইশতেহার ঘোষণা Sep 07, 2025
img
বনানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গার্মেন্টস শ্রমিকের Sep 07, 2025
img

সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ফিরলে ভোটের প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে Sep 07, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Sep 07, 2025
img
বিলাসবহুল বাড়ি বিক্রি করে নতুন ঠিকানায় মালাইকা Sep 07, 2025
img
জাপানের কাছে হেরে পাকিস্তানের অপেক্ষায় বাংলাদেশ Sep 07, 2025
img
মব জাস্টিসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : রিজওয়ানা Sep 07, 2025
img
পাঞ্জাবের বন্যাদুর্গতদের পাশে সাহায্যের হাত বাড়ালেন সনু সুদ Sep 07, 2025
img
সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার Sep 07, 2025
img
এশিয়ান অ-২৩ চ্যাম্পিয়নশীপে মোরসালিন-জায়ানদের ব্যর্থতা Sep 07, 2025
img
গণেশচতুর্থীর অনুষ্ঠানে নীরব থেকে সমালোচিত অভিনেতা আলি Sep 07, 2025
img
নির্বাচনের সময় গণমাধ্যম যেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে : তথ্য উপদেষ্টা Sep 07, 2025
img
আগস্টের মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশ : বিবিএস Sep 07, 2025
img
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ৫৮০ Sep 07, 2025
img
সীমানা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : ইসি আনোয়ারুল Sep 07, 2025
img
ওজন কমিয়ে সাহসী লুকে কটাক্ষকারীদের কড়া জবাব স্বস্তিকার Sep 07, 2025