এশিয়া কাপ হকিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে হেরেছে বাংলাদেশ। ভারতের রাজগিরীতে জাপান ৬-১ গোলে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপে পঞ্চম হয়েছে। এতে জাপান সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলবে। বাংলাদেশকে এখন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে অফ সিরিজ খেলতে হবে। পাকিস্তান এশিয়া কাপ না খেলায় মূলত বাংলাদেশ এই টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছে। এশিয়া কাপ শেষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে এখন সেই পাকিস্তানের মুখোমুখির অপেক্ষায় বাংলাদেশ।
এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপ খেলবে। রানার্স আপ থেকে পঞ্চম স্থান নির্ধারণী দল বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেবে। পাকিস্তান রাজনৈতিক কারণে ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপে আসেনি। তাই এশিয়ান হকি ফেডারেশন এশিয়ান কাপের ষষ্ঠ দলের সঙ্গে পাকিস্তানের তিন ম্যাচের প্লে অফ সিরিজ রেখেছে। ঐ সিরিজের ভেন্যু ও সময় এখনো ঠিক করেনি এশিয়ান হকি ফেডারেশন। সেই সিরিজের জয়ী দল ও এশিয়া কাপের চার দল বিশ্বকাপ বাছাই খেলবে। সেই বাছাইয়ের ফরম্যাট ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
জাপানের বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশের শুরুটা ভালোই ছিল। প্রথম কোয়ার্টারে বাংলাদেশ পেনাল্টি কর্নার ও কয়েকটি ভালোই আক্রমণ করেছিল। বাংলাদেশ গোল না পেলেও জাপান দুই গোল আদায় করে। দ্বিতীয় কোয়ার্টারে জাপান আর গোল করতে পারেনি। ২-০ স্কোরলাইনে ড্রেসিংরুমে ফেরে দুই দল।
তৃতীয় কোয়ার্টারে জাপান আরো দুই গোল করে। চতুর্থ কোয়ার্টারের শুরুতে জাপান আরেকটি গোল করে। বাংলাদেশের আমিরুল ইসলাম ফিল্ড গোল করে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেন। বাংলাদেশ গোল করার মিনিট তিনেকের মধ্যে পেনাল্টি কর্নার থেকে জাপান আরেক গোল করলে ৬-১ গোলের স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। বাংলাদেশ এশিয়া কাপে ষষ্ঠ হয়ে দেশে ফিরবে।
এমকে/এসএন