আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের এবারের আসর। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ভারতীয় দল। দুবাইয়ে আইসিসির ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছেন সূর্যকুমার যাদবরা। ১৫ জনের মধ্যে কোন ১১ জনকে ভারতের প্রথম একাদশে দেখা যাবে তার একটা ইঙ্গিত অনুশীলনে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর।
গতকাল শনিবারের অনুশীলনে দেখা গেছে, ওপেন করতে নামছেন অভিষেক শর্মা ও শুভমান গিল। তিন নম্বরে তিলক ভার্মা, চারে সূর্যকুমার ও পাঁচে রিংকু সিংকে ব্যাট করতে দেখা গেছে। এর পরে হার্দিক পান্ডে ও শিবম দুবে ব্যাট করেছেন।
ব্যাটাররা প্রত্যেকে নেটে বড় শট খেলার চেষ্টা করছিলেন। নজর কেড়েছেন অভিষেক। বড় বড় ছক্কা মেরেছেন তিনি। এমনকি, গিলও শুধু বড় শট খেলার চেষ্টা করছিলেন। এই অনুশীলন থেকে স্পষ্ট, এশিয়া কাপে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাইছে ভারতীয় দল।
ওপেনারের দৌড়ে থাকা সাঞ্জু স্যামসন শুরুতে নেটে ব্যাট করেননি। তিনি দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের কাছে আলাদা করে নকিং করছিলেন। পরে নেটে ব্যাট করেন সঞ্জু। তবে কি তাকে ফিনিশারের ভূমিকায় ভাবা হচ্ছে? কেন তিনি পরের দিকে ব্যাট করতে নামলেন?
বোলিংয়ে নজর কাড়েন জাসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং। দীর্ঘ সময় নেটে বল করতে দেখা যায় দুই বিশেষজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবকে। এই চার বোলার যদি দলে থাকেন তা হলে হার্দিক ও শিবম দুই অলরাউন্ডারের একও সঙ্গে জায়গা পাওয়ার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে শিবমকে বেঞ্চে থাকতে হতে পারে।
এমকে/এসএন