বাংলাদেশ নয়, আফগানিস্তান-শ্রীলঙ্কাকেই সুপার ফোরে দেখছেন হার্শা ভোগলে

রাত পোহালেই শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান-হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এই আসরের। তবে ‘বি’ গ্রুপ থেকে কোন দুই দল সুপার ফোরে উঠবে, সে বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

এশিয়া কাপে ‘এ’ গ্রুপের সমীকরণটা অনেকটাই সহজ। গ্রুপে শক্তিশালী ভারত-পাকিস্তানের সঙ্গে বাকি দুই দল ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। যদি কোনো অঘটন না ঘটে, তাহলে ভারত-পাকিস্তানই যে সুপার ফোরে উঠবে তা আগে থেকেই অনুমেয়। তবে ‘বি’ গ্রুপের সমীকরণটা খুব একটা সহজ নয়। আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে এই গ্রুপে আছে হংকং।

হার্শা ভোগলের মতে, এশিয়া কাপের ‘বি’ গ্রুপে ফেভারিট হিসেবে খেলবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এবং এই দুই দলকেই সুপার ফোরে দেখছেন এই ক্রিকেট বিশ্লেষক। কিন্তু বাংলাদেশের জন্য এই গ্রুপ বেশ কঠিনই মনে করেন তিনি।

হার্শা বলেন, বাংলাদেশ এমন এক গ্রুপে পড়েছে, যেখানে শ্রীলঙ্কা ও আফগানিস্তান শক্তিশালীয় দল নিয়ে এসেছে। বিশেষ করে লঙ্কানদের ব্যাটিং লাইনআপের বেশ প্রশংসা করেছেন তিনি। তাছাড়া লঙ্কানদের পেস ও স্পিন বোলিংও বেশ শক্তিশালী বলে মনে করেন তিনি।

হার্শা ভোগলে বলেন, ‘বাংলাদেশ কঠিন গ্রুপে আছে, কারণ আফগানিস্তান ও শ্রীলঙ্কা খুবই ভালো স্কোয়াড সাজিয়েছে। শ্রীলঙ্কা যে দলটা নিয়ে এসেছে, তাদের ব্যাটিং লাইনআপ চারিথ আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, কুশাল পেরেরা এবং দুই মেন্ডেসকে কেন্দ্র করে। আর সবসময়ের মতো তাদের ভালো স্পিন আক্রমণও আছে। তারা শুধু স্পিনের উপর নির্ভরশীল নয়, ভালো পেস বোলারও আছে।’

অন্যদিকে আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তির জায়গাটা স্পিন আক্রমণ। রশিদ খান, নূর আহমদ, মুজিব উর রহমান ও গাজানফারকে বিশ্বের সেরা স্পিনারদের কাতারে ফেলেছেন হার্শা ভোগলে। তার মতে, আফগানদের এই চার জনের যেকোনো একজনই বিশ্বমানের স্পিনার।

তাছাড়া অলরাউন্ডার মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব ও করিম জানাতের প্রশংসা করেছেন হার্শা। তিনি মনে করেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে দেশের হয়ে খেলার সময় এই ক্রিকেটাররা বেশি কার্যকর হয়ে ওঠেন।

হার্শা বলেন, ‘আপনি আফগানিস্তানের কথা ভাবলে স্পিনের কথা ভাবেন। তারা তাদের দলকে মানসম্পন্ন স্পিনার দিয়ে সাজিয়েছে। রশিদ, নূর, গাজানফার, মুজিব- আপনি এই চারজনের মধ্যে যে কাউকে বেছে নিন, আপনার কাছে বিশ্বমানের খেলোয়াড় আছে।’

‘তারা অলরাউন্ডারদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারে। আমি বলছি মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাতের কথা। যখন তারা আফগানিস্তানের হয়ে খেলে, তখন তারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যখন খেলে তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন খেলোয়াড়।’

তিনি আরও বলেন, ‘আমি শ্রীলঙ্কাকে এই গ্রুপ থেকে সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে সমর্থন করছি, আফগানিস্তানও। আমার কাছে মনে হচ্ছে, ‘বি’ গ্রুপে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ফেভারিট হিসেবে শুরু করছে। কিন্তু যেমনটা আমি বলেছি, এটা বাংলাদেশের জন্য একটা বড় টুর্নামেন্ট।’

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অ্যাশেজে হ্যাজেলউডের খেলা নিয়ে অস্ট্রেলিয়ার শঙ্কা Nov 12, 2025
img
সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে মিথ্যা খবর, হেমার নিন্দা Nov 12, 2025
img
হজ-ওমরাহযাত্রীরা পাবেন বিনামূল্যে ওয়াইফাই সেবা Nov 12, 2025
img
‘ফ্যামিলি ম্যান ৩’ থেকে সরে যাওয়া নিয়ে মুখ খুললেন পরিচালক সুপর্ন Nov 12, 2025
এনসিপির ভেতর ফাটল স্পষ্ট! Nov 12, 2025
img
সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নে দক্ষ কর্মী পাঠিয়ে সহায়তা করবে বাংলাদেশ Nov 12, 2025
img
বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পরও বাজারে কমছে না পেঁয়াজের দাম Nov 12, 2025
img

মোস্তফা ফিরোজ

আওয়ামী লীগকে ঠেকাতে সরকারের কি গায়ে কাঁপন ধরেছে? Nov 12, 2025
img
গাজীপুরে টায়ার জ্বালিয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Nov 12, 2025
img
অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিল শুনানি ২৫ নভেম্বর Nov 12, 2025
img
দিল্লিতে বিস্ফোরণ : হারিয়ানার মেডিক্যাল কলেজে ১২ দিন রাখা ছিল গাড়িটি Nov 12, 2025
img
আশুলিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল পার্কিং করা বাস Nov 12, 2025
img
ফের মা হতে চলেছেন ইকরা আজিজ Nov 12, 2025
img
ঢাকায় পা রাখলেন ‘এহদ-এ-ওয়াফা’ খ্যাত আহাদ রাজা মীর Nov 12, 2025
img
মোহাম্মদপুরে ককটেলসহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক Nov 12, 2025
img
স্পর্শ ছাড়াই সঙ্গীত কাঁদাতে পারে: অরিজিৎ সিং Nov 12, 2025
img
আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সোহেল তাজ Nov 12, 2025
img
‘কান্তা’-র ট্রেলারে কালো শাড়িতে ঝলমলে ভাগ্যশ্রী বোরসে Nov 12, 2025
img
আদালত নিয়ে বিরূপ মন্তব্যের বিষয়ে মহসিন রশিদের ব্যাখ্যা তলব Nov 12, 2025
img
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের Nov 12, 2025