ভারতের সমৃদ্ধ সংগীত ঐতিহ্যকে নতুন আঙ্গিকে বিশ্বমঞ্চে উপস্থাপনের লক্ষ্য নিয়ে মিউজমিউজিক ঘোষণা করল ইন্ডিয়া মিউজিক রিট্রিট।
আগামী ১৯ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত রাজস্থানের ঐতিহ্যমণ্ডিত ফেয়ারমন্ট জয়পুরে অনুষ্ঠিত হবে চার দিনব্যাপী এই সংগীতময় উৎসব। রাজকীয় আবহে আয়োজিত এ রিট্রিটে থাকছে শাস্ত্রীয় রাগ, লোকসংগীত, গজল, রেট্রো সুর থেকে শুরু করে সমসাময়িক ফিউশনের অনন্য সমাহার।
এই আয়োজনকে প্রাণবন্ত করতে যোগ দিচ্ছেন ভারতের খ্যাতিমান শিল্পীরা-অরুণা সাইরাম, উস্তাদ শুজাত খান, কৌশিকী চক্রবর্তী, ওয়াসিফউদ্দিন দাগর, জসবীর জস্সি, জয়ন্তী কুমারেশসহ আরও অনেকে।
উস্তাদ শুজাত খান বলেন, “যখন এত শিল্পী ও শ্রোতা একসঙ্গে মিলিত হন, তখন সুরের ভেতর এক নীরব শক্তি তৈরি হয়। এখানে বাজানো মানে কেবল পরিবেশনা নয়, উপস্থিতি-যেটি হৃদয় থেকে উঠে আসে।”
অরুণা সাইরাম অনুভূতি প্রকাশ করে বলেন, “এই রিট্রিট আমার কাছে ঘরে ফেরার মতো। এখানে সংগীত শুধু পরিবেশনা নয়, শোনা, শেখা ও ভাগাভাগি করার এক অভিজ্ঞতা।”
প্রদর্শনীর পাশাপাশি থাকবে নানা আয়োজন-মায়েস্ট্রোস চয়েস, যেখানে অরুণা সাইরাম এক তরুণ শিল্পীকে তুলে ধরবেন; সং অব দ্য আনসাং, সঙ্গত শিল্পীদের প্রতি শ্রদ্ধা নিবেদন; ব্রাঞ্চ উইথ ব্রায়ান সিলাস, যেখানে থাকবে সরাসরি সঙ্গীত আর নির্বাচিত খাদ্যের মেলবন্ধন; এবং ম্যাজিকাল মর্নিংস, যেখানে প্রভাতী রিয়াজ পরিচালনা করবেন জয়ন্তী কুমারেশ ও ওয়াসিফউদ্দিন দাগর। এছাড়া ফেয়ারমন্ট জয়পুরের আঙিনা, বারান্দা, ও করিডর রূপ নেবে একেকটি জীবন্ত মঞ্চে।
ক্যালিফোর্নিয়া থেকে আসা জর্জ ব্রুকস বলেন, “জয়পুরে আসা মানে আমার কাছে বন্ধুর ঘরে ফেরার মতো। জ্যাজ সবসময়ই ছিল সংলাপ ও তাৎক্ষণিক সৃষ্টির জায়গা, আর ভারতীয় সংগীতের সঙ্গে আমার চল্লিশ বছরের সহযোগিতা সেটিকে আরও গভীর করেছে।”
মিনেসোটা থেকে আগত পুজা গোস্বামী পবন জানালেন, “বছরের পর বছর সাধনা আর শিক্ষাদানের পর এখানে এসে মনে হচ্ছে আপন ভুবনে ফিরে এসেছি। এই রিট্রিট আমাকে মনে করিয়ে দেয় যে সংগীতের শিকড় সর্বত্রই সঙ্গে থাকে।”
মিউজমিউজিকের এই আয়োজন শুধু সংগীতের প্রদর্শনী নয়, বরং ভারতীয় সংগীতের ঐতিহ্য ও সমসাময়িক সৃষ্টিকে একই সঙ্গে লালন ও উন্মোচনের এক অনন্য উদ্যোগ।
টিকে/