জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ আগামী ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রার্থীরা গত ২৯ আগস্ট থেকে টানা ১২ দিন প্রচারণা চালিয়েছেন।
নারী শিক্ষার্থীদের ভোটের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরে বিভিন্ন প্যানেল নারীবান্ধব ও ক্ষমতায়নমূলক ইশতেহার ঘোষণা করেছে।
নিরাপত্তা ও ডোপটেস্ট
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটের দিন ১২০০ পুলিশ মোতায়েন করবে। প্রয়োজনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। এ ছাড়া সকল প্রার্থীকে বাধ্যতামূলকভাবে ডোপ টেস্টে অংশ নিতে হয়েছে। এই উদ্যোগ নিয়ে কিছু প্রার্থী অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
প্রার্থীদের হটলাইন
ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী মো. শেখ সাদী হাসান বলেছেন, ‘প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের কাছ থেকে অভাবনীয় সাড়া পাচ্ছি, জয়লাভ নিশ্চিত।’
স্বতন্ত্র প্রার্থী অনন্যা ফারিয়া ৯ সেপ্টেম্বর বিকেলে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। অন্যদিকে, অমর্ত্য রায়ের প্রার্থিতা হাইকোর্টের আদেশ এবং চেম্বার জজ আদালতের আপিলের কারণে নির্বাচনে অংশগ্রহণ সম্ভব হয়নি।
অভিযোগ ও বিতর্ক
নির্বাচনে টাকার ছড়াছড়ি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তবে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। ডোপ টেস্টের সময় এবং প্রশাসনিক ব্যবস্থাপনাও বিতর্কের সৃষ্টি করেছে।
এসএস/এসএন