চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১১ সেপ্টেম্বর। একই দিন নির্বাচনের জন্য প্রণীত খসড়া আচরণ বিধিমালা নিয়ে মতবিনিময়সভা করবে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর জন্য ইতিমধ্যে প্রণীত খসড়া আচরণ বিধিমালা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামী ১১ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকায় আপত্তি জানানোর মেয়াদ মঙ্গলবার শেষ হয়েছে। তালিকায় যেকোনো ভুল সংশোধনের সুযোগ ছিল। আগামী ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টা পর্যন্ত।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এসএস/এসএন