ডাকসুর নতুন নেতৃত্বকে স্বাগত জানালেন মির্জা আব্বাস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘আমি আশা করব, ওরা যেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে এবং তাদের সিনিয়র নেতারা (জামায়াত) যদি ভুল পথে অগ্রসর হয়, সেখান থেকে বিরত রাখে।’

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। 

ডাকসু নির্বাচন নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘ডাকসু নির্বাচনে দুটি বিষয় কাজ করেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ২০০৮ সালের মতো। আবার ছাত্রলীগের ভোট। দেখেন এরা কত বড় মোনাফেকের দল। এদের কারণে ২০০৮ সালে নির্বাচন হয়েছিল। দেশনেত্রী ২০০৮ সালে নির্বাচনে যেতে চাননি। মুজাহিদ সাহেব, আল্লাহ বেহেশত নসিব করুন, নির্বাচনে নিয়ে গেলেন এবং তারপর কী হলো? জামায়াত ইসলামী থেকে ৫ জনের ফাঁসি হয়ে গেল। আমাদের থেকে সালাহউদ্দিন কাদের চৌধুরীরও ফাঁসি হলো।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আব্দুল্লাহ আল নোমানের মতো একজন ভালো, সৎ, নির্মোহ রাজনৈতিক সঙ্গী পাওয়া বেশ ডিফিকাল্ট। এখানে যারা বসে আছেন তারা তিলে তিলে বুঝবেন একজন সৎ, নির্মোহ রাজনৈতিক কর্মী পাওয়া কত ডিফিকাল্ট। আমরা পেয়েছিলাম নোমান ভাইকে। একসঙ্গে মন্ত্রী ছিলাম, একসঙ্গে মিছিল করেছি, রাজপথে আন্দোলন করেছি। হাসিনাকে উৎখাত করেছি। বহু স্মৃতি নোমান ভাইয়ের সঙ্গে আমার।

আব্দুল্লাহ আল নোমানকে বিএনপি যথাযোগ্য মূল্যায়ন করতে পারেনি ইঙ্গিত দিয়ে মির্জা আব্বাস বলেন, ‘যখন অনুশোচনা কাজ করে। বিবেক বাধা হয়ে দাঁড়ায় না, মন বাধা হয়ে দাঁড়ায় না। তখন বলতে ইচ্ছে করে যে কাজটা ভুল হয়েছিল। নোমান ভাইয়ের এ দলের (বিএনপির) কাছ থেকে অনেক পাওনা ছিল। 

উনি যে কন্ট্রিবিউশন করেছেন সে অনুযায়ী বিএনপির কাছ থেকে উনার পাওনা ছিল। সেটা দেওয়ার দায়িত্ব ছিল আমাদের। আমরা সেটা পালন করতে পারিনি। আমার যখন মনে হয় তখন নোমান ভাইয়ের ছেলেকে বলি, বন্ধু-বান্ধবকে বলি। নোমান ভাইয়ের সঙ্গে আমরা এরশাদবিরোধী আন্দোলন করেছি। হাসিনাবিরোধী আন্দোলন করেছি। এখন থাকলে হয়তো সামনের কোনো আন্দোলনে তিনি আমাদের সহযোগী থাকতেন।’

জিয়াউর রহমান দেশকে স্বাধীন করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘শহীদ জিয়া দেশকে স্বাধীন করেছিলেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে তিনি দেশকে স্বাধীন করেছিলেন। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। আমি বিশ্বাস করি, একমাত্র বিএনপির হাতেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ।’

কারাবরণের স্মৃতিচারণা করে মির্জা আব্বাস বলেন, ‘প্রিয় ভাইয়েরা বহুদিন জেল খেটেছি। আমার সঙ্গে নিজামী, মুজাহিদ, ডা. তাহের সাহেবসহ যাদের ফাঁসি হয়েছে তারা ছিলেন। আমি একদিন নিজামী সাহেবকে প্রশ্ন করেছিলাম। উনার প্রতি সম্মান রেখে বলছি, উনি খুব জ্ঞানী ছিলেন। আপনারা কেন নির্বাচনে গেলেন? নিজেরাও গেলেন, আমাদেরও নিয়ে গেলেন। উনি নীরব থাকলেন। কিছুই বললেন না। দুর্ভাগ্য, ওই নির্বাচন উনাদের ফাঁসির দিকে নিয়ে গেল। তাদের এত নেতার ফাঁসি হলো। তার পরও আওয়ামী লীগের সঙ্গে তাদের পিরিত ছোটে না।’ 

তিনি আরো বলেন, ‘এ নির্বাচনেও (ডাকসু) তারা ইন্ডিয়াতে বসে ইনস্ট্রাকশন দিয়েছে জামায়াতকে ভোট দিতে হবে। অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামায়াত ইসলামের। সুতরাং আমাদের ভুলত্রুটি যা হয়েছে, তা সংশোধন করে সামনে আরো কঠিন পরীক্ষা আছে। দল-মত-নির্বিশেষে, ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।’

সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সভাপতিত্বে এতে বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নসরুল কদির, মরহুম আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউটি/টিএ



Share this news on:

সর্বশেষ

img
জাকসু নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে : শিবির সমর্থিত প্যানেল Sep 11, 2025
img
জামায়াত মুখে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করলেও মাঠ পর্যায়ে সাপোর্ট দেয় : মাসুদ কামাল Sep 11, 2025
জয়-পরাজয় নয়, সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ভিপি সাদিক কায়েমের Sep 11, 2025
২৯ ইঞ্চি উচ্চতার ইসহাকের তিন যুগের কর্মজীবন! Sep 11, 2025
আ.লীগের সঙ্গে আঁ'তা'ত করে ছাত্রলীগের সব ভোট নিল জামায়াত: মির্জা আব্বাস Sep 11, 2025
আশরাফুল-মাহমুদউল্লাহকে কোচিংয়ে দেখতে চান বুলবুল! Sep 11, 2025
বাছাইপর্বে বিশ্বরেকর্ড স্পর্শ রোনালদোর! Sep 11, 2025
ব্যাচেলর পয়েন্টে ফেরা তৌসিফ মাহবুবের জন্য ঈদে বাড়ি ফেরার মত Sep 11, 2025
img
জীবনে আসল বন্ধুত্ব বুঝতে নির্বাচনে দাঁড়ান : শামীম Sep 11, 2025
তাণ্ডবের পর সাইফের ‘হাওয়াই মিঠাই’ নিয়ে আলোচনায়! Sep 11, 2025
ওভার কনফিডেন্সের ফলেই কচ্ছপের জয়, মন্তব্য জয়ের! Sep 11, 2025
img
নেপালে নিরাপত্তার দায়িত্ব নিল দেশটির সেনাবাহিনী Sep 11, 2025
img
রাত পোহালেই জাকসু নির্বাচন, ২১ কেন্দ্রে ভোটগ্রহণ Sep 11, 2025
img
শিবিরকে শুভেচ্ছা জানানো সেই পোস্ট মুছে ফেলল পাকিস্তান জামায়াতে ইসলামী Sep 11, 2025
img
অভিনন্দন জানিয়ে সাদিক কায়েমের কাছে দাবি জানালেন হাসনাত আব্দুল্লাহ Sep 11, 2025
img
আমাদের প্রতিবেশী দেশগুলোতে কী ঘটছে দেখুন : ভারতের সুপ্রিম কোর্ট Sep 11, 2025
img
বাংলাদেশে বিএনপি একমাত্র দল যার কাছে গণতন্ত্র নিরাপদ : শামা ওবায়েদ Sep 11, 2025
img
হার্ট অ্যাটাকে আক্রান্ত শাবানার স্বামী ওয়াহিদ সাদিক Sep 10, 2025
img
এনসিপি থেকে সাবেক ২ সেনা কর্মকর্তার পদত্যাগের ঘোষণা Sep 10, 2025
img
ছক্কার চেয়ে স্মার্ট ক্রিকেটে বেশি মনোযোগ লিটনের Sep 10, 2025