যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি হলে দুদেশের বাফার জোনে জাতিসংঘের আওতায় শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশের আগ্রহ রয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, ‘এ বিষয়ে এখনই বলার মতো কিছু হয়নি। আশা করি তাদের যুদ্ধবিরতি হবে। এরপর জাতিসংঘ নিশ্চয়ই কোনো ভূমিকা নেবে। আমাদের শান্তিরক্ষায় অভিজ্ঞতা রয়েছে, যদি কোনো ধরনের শান্তিরক্ষা কার্যক্রম সেখানে হয়, তাহলে তো আমরা অবশ্যই অংশগ্রহণ করতে চাইব।’
এদিকে, নয়াদিল্লিতে আজ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক নিয়ে তৌহিদ হোসেন জানান, এ বিষয় তিনি এখনও কোনো হালনাগাদ তথ্য পাননি।
অন্যদিকে, নেপালের রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশটিতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন। এ ছাড়া ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেই তারা ফিরতে পারবেন।
ইএ/টিকে