সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। পরিবেশ রক্ষায় কঠোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
গতকাল মঙ্গলবার রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়, সম্প্রতি সিলেট জেলায় পাহাড় ও টিলা কাটার প্রবণতা বেড়েছে।
কিছু অসাধু ব্যক্তি এ কাজে জড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছেন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়াচ্ছেন। এসব কারণেই পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুসারে জেলায় পাহাড় ও টিলা কাটার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হলো।
জেলা প্রশাসন আরও জানিয়েছে, এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫ ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আদেশটি সরকারি আদেশ হিসেবে গণ্য হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
সিলেটে পাহাড় ও টিলা কাটার ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এর পরও বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে টিলা কাটা চলছিল। এ অবস্থায় প্রশাসন এ ধরনের কার্যক্রম বন্ধে আরো কঠোর অবস্থান গ্রহণ করল।
কেএন/টিএ