রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৭ জনকে বাদ দিয়ে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নোটিশ বোর্ড ও রাকসুর ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
বাদ পড়াদের মধ্যে রয়েছেন একজন ভিপি, একজন জিএস, দুইজন সহসম্পাদক ও একজন নির্বাহী সদস্য পদপ্রার্থী। এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধি পদপ্রার্থী দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এতে রাকসুর ২৩টি পদের বিপরীতে ২৫৫ জন ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদের বিপরীতে ৬০ জনের প্রাথমিক তালিকা প্রকাশ হলো। এ নিয়ে রাকসুতে ভিপি পদে ১৯ জন, জিএস পদে ১৪ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন।
প্রধান নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান জানান, অনেকের টাকা জমাদানের ব্যাংক রশিদ, ডোপ টেস্টের রিপোর্ট, স্বাক্ষর ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে বাদ পড়াদের বৃহস্পতিবার আপিল করার সুযোগ থাকবে। আপিলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারলে তাদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরও জানান, ১৭টি হল সংসদের প্রাথমিক তালিকা প্রকাশের কাজও স্ব স্ব হলের রিটার্নিং কর্মকর্তারা করছেন। তালিকা হাতে আসা মাত্র বুধবারের মধ্যেই তা নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ইএ/টিকে