কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হল ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হেদায়েত উল্লাহ সরকার (৪০), ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন (৫৮), ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ হাসান অনু (৫৩) এবং বরগুনা জেলার তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক (৪৭)।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে হেদায়েত উল্লাহ সরকারকে গ্রেপ্তার করে করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। এছাড়া একই সময়ে রুপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ এবং রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে আ. রাজ্জাককে গ্রেপ্তার করে রমনা বিভাগ। অন্যদিকে, এদিনই বিকেল ৫টার দিকে ডিবি-গুলশান বিভাগের একটি টিম কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানাধীন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ৈ মো. শরিফ হাসান অনুকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।