জাকসু নির্বাচনে ভোটারের চেয়ে ১০ শতাংশ বেশি ব্যালট ছাপানোর অভিযোগ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনীত প্যানেল শিক্ষার্থী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম বলেন, আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশন যে ভোটার তার চেয়েও প্রায় দশ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপিয়েছে। তারপর আমরা আশঙ্কা জানিয়েছি। নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে যদি কেউ ভুল করে তাহলে সেই হলে ব্যালট পেপার পাঠানো হবে।

তিনি বলেন, আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো নির্বাচন হয়নি, যেখানে শতভাগ ভোট কাস্ট হয়েছে। যেখানে শিক্ষিত মানুষের বসবাস। সেখানে ভোট ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু তারা আমাদের কথা দিয়েছিল অতিরিক্ত ব্যালট পেপার নির্বাচন কার্যালয় রাখবেন। কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা হলে হলে প্রত্যেকটা ভোটকেন্দ্রে প্রয়োজনের থেকে বেশি ব্যালট পেপার রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবু তৌহিদ মো. সিয়াম এসব কথা বলেন।

তিনি আরও বলেন,গতকাল রাতে আমরা জানতে পারি জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে ওএমআর মেশিন সরবরাহ করা হয়েছে। এছাড়াও ব্যালট যেখান থেকে প্রিন্ট করা হয়েছে, সেটিও একটি জামায়াতের প্রতিষ্ঠান। আমরা নির্বাচন কমিশনকে জানাই। তারা আমাদেরকে জানান- কোনো সমস্যা হবে না। কিন্তু রাত দেড়টা-২টার দিকে আমরা জানতে পারি ভোট গণনা ওএমআর মেশিনে হবে না। ভোট গণনা ম্যানুয়ালি হবে। একই সঙ্গে রাত ২টার দিকে নির্বাচন কমিশন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে জানায়- পোলিং এজেন্ট থাকতে পারবেন। তার আগে পর্যন্ত আমরা জানতাম বুথে কোনো পোলিং এজেন্ট থাকতে পারবে না। ভোট হবে লাইভে। কিন্তু রাত ২টার সময় পোলিং এজেন্ট ম্যানেজ করা, যারা স্বতন্ত্র প্রার্থী এবং যারা সাংগঠনিকভাবে দুর্বল তারা কিন্তু এদিক দিয়ে পিছিয়ে পড়েছেন।

আবু তৌহিদ মো. সিয়াম অভিযোগ করে বলেন, আমরা আজকে সকালে বিভিন্ন হলে যখন যাই, তখন গিয়ে দেখি ভোটকেন্দ্রের দরজা ঘেঁষে লিফলেট বিতরণ করা হচ্ছে। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এই লিফলেট বিলির সঙ্গে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের প্যানেলের লোকজন জড়িত। রিটার্নিং অফিসার এবং পোলিং অফিসার তারা দেখছে। কিন্তু এগুলো তারা কিছু বলছে না। চার ঘণ্টা ভোটের পার হয়েছে। আমরা দেখেছি বিশেষ করে মেয়েদের হলে অনেকেই ভোট দিয়ে এসে আবার লাইনে দাঁড়াচ্ছে। ভোটারদের ম্যানুপুলেট করছেন, লিস্ট মুখস্ত করাচ্ছেন। কিন্তু আমি চারটি হলে রিজেক্ট খেয়ে এসেছি, আমাকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, আমরা জানতাম ভোটার তালিকায় ভোটারদের ছবি থাকবে। কিন্তু আজকে গিয়ে আমরা দেখলাম মাস্টার্সের ছবি থাকলেও অনার্স পড়ুয়াদের কোনো ছবি নেই। আমরা দেখলাম শিক্ষার্থীদের আইডি কার্ড দিয়ে ভোট দিতে পারবেন। কিন্তু সেখানে যে ছবি সেটা পরিবর্তন করা সম্ভব। আবার শুধুমাত্র অনেকেই রেজিস্ট্রেশন নম্বর মুখ দিয়ে বলেই ভোট দিতে পারছেন। এতে যারা অনুপস্থিত এবং যারা ভোট দিতে আসে নাই যে কোনো প্রার্থী সেই সুযোগ নিয়ে ভোট দিতে পারেন। 

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দুই ঘণ্টা পর ভোট শেষ হওয়ার কারণ জানালেন নজরুল হলের প্রভোস্ট Sep 11, 2025
img
টেকসই কৃষি, বনায়ন ও নগরায়ণে তরুণদের এগিয়ে আসার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের Sep 11, 2025
তাণ্ডবের পর সাইফের ‘হাওয়াই মিঠাই’ নিয়ে আলোচনায় Sep 11, 2025
img
জাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৭ দশমিক ৯ শতাংশ Sep 11, 2025
img
চাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা ভেবে দেখবে ছাত্রদল Sep 11, 2025
img
গোবিন্দর থেকে শুধু সোনালি বেঁচে গিয়েছে: সুনীতা Sep 11, 2025
img
ডাকসু নির্বাচনে জয়-পরাজয় নিয়ে মাসুদ কামালের মন্তব্য Sep 11, 2025
img
কপিল শর্মার সঙ্গ ছাড়ছে না বিতর্কের ছায়া Sep 11, 2025
img
১০ দিন পর জামিনে মুক্তি পেলেন সাবেক ডিসি সুলতানা পারভীন Sep 11, 2025
img
বাংলাদেশের রাজনীতি চোরের খনি দিয়ে শুরু হয়েছে : অধ্যাপক আশরাফ আলী Sep 11, 2025
মা হওয়ার পর আলিয়ার নতুন রূপ! Sep 11, 2025
‘মামা’ সম্বোধনে চাঞ্চল্য, জলি এলএলবি থ্রির মুক্তি আটকে দিতে মামলা Sep 11, 2025
জেন-জিদের কণ্ঠে রাজনৈতিক সংস্কারের ডাক! Sep 11, 2025
img
রাজনৈতিক দলের কাছে পাঠানো হচ্ছে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য : আলী রীয়াজ Sep 11, 2025
img
গণভোট অথবা গণপরিষদই হতে পারে বাস্তবসম্মত পদ্ধতি : এবি পার্টি Sep 11, 2025
img
গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : ডা. জাহিদ Sep 11, 2025
বৈঠকে জামায়াতের জোরালো প্রস্তাব; যা জানালেন এ্যাড. শিশির মনির Sep 11, 2025
হাসিনার পতন হলেও ফ্যাসিবাদ রয়ে গেছে Sep 11, 2025
img
নির্বাচন বয়কট করে ছাত্রদলের মিছিল Sep 11, 2025
img
বিসিসিআই সভাপতি হওয়ার গুঞ্জন, নীরবতা ভাঙলেন শচীন Sep 11, 2025