বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন, ত্যাগ আর সংগ্রামের বিনিময়েই শেখ হাসিনার পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেন, ‘দেশ থেকে শেখ হাসিনা বিতাড়িত হয়েছেন। বাংলাদেশে নতুন সূর্যের উদয় হয়েছে, এক নতুন অধ্যায়ের সূচনা ঘটেছে। ১/১১-এর স্মৃতি টেনে তিনি বলেন, ‘২০০৭ সালের ১/১১-তে তৎকালীন সেনা সমর্থিত মঈনুদ্দীন-ফখরুদ্দীনের সরকার খালেদা জিয়াকে কারারুদ্ধ করেও শান্তি পায়নি। বরং তখন তার দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমানকে গ্রেপ্তার করে নির্মম নির্যাতন করে।’
সেই দুঃসময় স্মরণ করে পাপিয়া বলেন, ‘স্বামীহারা বেগম খালেদা জিয়া একদিকে কারাবরণ করেছেন, অন্যদিকে সন্তানদের নির্বাসনে পাঠিয়ে একাকী জীবন কাটিয়েছেন। সেই ত্যাগের ফসলই আজকের নতুন বাংলাদেশ। বিএনপির এই নেত্রী বলেন, “ত্রিশ বছর বয়সে দেশনেত্রী খালেদা জিয়া সাদা কাপড়ে সারা দেশে ছুটে বেড়াতেন। তার সহযোদ্ধা হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। লাখো মানুষের ভিড়ে যখন দেশনেত্রী আমাকে ‘পাপিয়া’ বলে ডাকেন, তখন মনে হয় বাংলাদেশের মন্ত্রিত্ব আমার কাছে তুচ্ছ।”
মনোনয়ন নিয়ে জল্পনা-কল্পনার জবাবে তিনি বলেন, ‘আজকে অনেকে বলেন, নমিনেশনের চিঠি ড্রাফট হয়ে গেছে, শুধু খামে আসতে দেরি। আমি তাদের বলতে চাই, আমি জনগণের মাঠে থাকব, মানুষের হৃদয়ে থাকব। তবে আমি সেই ঘোষণাটা শুনতে চাই, চিঠিটা দেখতে চাই।’
বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসনাত বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ